৭ই মার্চের স্ট্যাটাস, উক্তি, বাণী, ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন

3.8/5 - (6 votes)

৭ই মার্চ বাংলাদেশের জাতীয় এক ঐতিহাসিক দিবস। 7 ই মার্চের বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ আজ ও বাংলাদেশের প্রতিটি মানুষের কানে বাজে। ১৯৭১ সালের 7 ই মার্চ জাতির উদ্দেশ্যে মুক্তিযুদ্ধকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। তার জন্য বাংলাদেশের প্রতিটি মানুষ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে ঝাঁপিয়ে বাংলাদেশকে বিজয় এনে দিয়েছিলো।

বাংলাদেশ 1971 সালে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা হিসেবে 7 ই মার্চের ভাষণকে অনেকেই মানে। তাই ২০১০ সালে বাংলাদেশ থেকে ঘোষণা করা হয় 7 মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে। আজকে ট্রিক বঙ্গের এই আর্টিকেলে আমরা তুলে ধরেছি ৭ই মার্চের স্ট্যাটাস, উক্তি,ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন ও বাণী।

৭ই মার্চ কি?

১৯৭১ সালে ৭ মার্চ বাঙ্গালীর উদ্দেশ্যে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৮ মিনিটেির এক ঐতিহাসিক ভাষণ দেন। আর সেই ভাষণে বাংলাদেশের প্রতিটি মানুষ অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। আর সেদিন থেকেই আমরা 7 ই মার্চ বা জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে চিনি।

৭ই মার্চের স্ট্যাটাস

সাত ই মার্চের স্ট্যাটাস বঙ্গবন্ধুর ঐতিহাসিক ১৯৭১ সালের ভাষণ থেকে তুলে ধরা হয়েছে। তাই যারা 7 ই মার্চ কে সামনে রেখে ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়ায় 7 ই মার্চের স্ট্যাটাস শেয়ার করতে চান। তাদের জন্য নিচে কিছু বিখ্যাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 ই মার্চের স্ট্যাটাস তুলে ধরা হয়েছে।

“তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।”- নেতাজী সুভাষ চন্দ্র বসু

“দেশের স্বাধীনতা শুধু বীরত্বের মধ্যে দিয়েই অর্জন করা যায় না।“- মহাত্মা গান্ধী

” স্বাধীনতা মানুষের প্রথম এবং মহান একটি অধিকার।“- মিল্টন

এখন যদি কেউ বাংলাদেশের স্বাধীনতা হরণ করতে চায়, তাহলে সে স্বাধীনতা রক্ষা করার জন্যে মুজিব সর্ব প্রথম তার প্রাণ দেবে।
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

আমি, মেজর জিয়া, বাংলাদেশ লিবারেশন আর্মির প্রাদেশিক কমাণ্ডার-ইন-চিফ, শেখ মুজিবর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি
– জিয়াউর রহমান

স্বাধীনতা তুমি – শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
– শামসুর রাহমান

স্বাধীনতা তুমি – রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার– শামসুর রাহমান

আরও দেখুনঃ ক্লাউড কম্পিউটিং কী? ক্লাউড কম্পিউটিং এর সুবিধাসমূহ

৭ মার্চ নিয়ে উক্তি

7 ই মার্চের উক্তি বাংলাদেশের প্রতিটি মানুষ পেতে চাই। কারণ ওই দিনটিকে গিরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন অনুপ্রেরণামূলক কথা জড়িয়ে রয়েছে। তাই আপনাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলা সব-চাইতে জনপ্রিয় কথা গুলো 7 ই মার্চের উক্তি হিসেবে তুলে ধরা হয়েছে।

স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শাণিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ
– শামসুর রাহমান

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন
– সংগৃহীত

“তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।”- নেতাজী সুভাষ চন্দ্র বসু

“দেশের স্বাধীনতা শুধু বীরত্বের মধ্যে দিয়েই অর্জন করা যায় না।“- মহাত্মা গান্ধী

” স্বাধীনতা মানুষের প্রথম এবং মহান একটি অধিকার।“- মিল্টন

এখন যদি কেউ বাংলাদেশের স্বাধীনতা হরণ করতে চায়, তাহলে সে স্বাধীনতা রক্ষা করার জন্যে মুজিব সর্ব প্রথম তার প্রাণ দেবে।
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

আমি, মেজর জিয়া, বাংলাদেশ লিবারেশন আর্মির প্রাদেশিক কমাণ্ডার-ইন-চিফ, শেখ মুজিবর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি
– জিয়াউর রহমান

স্বাধীনতা তুমি – শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
– শামসুর রাহমান

৭ মার্চ নিয়ে ছন্দ

মহান ৭ই মার্চ বাংলাদেশে ঐতিহাসিক দিবস পালন করা হয়ে থাকে। আজকে বাংলাদেশে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হচ্ছে। মহান এই দিবসটি নিয়ে অনেক ছন্দ লেখা হয়েছে। অনেকেই আজকে ৭ মার্চ নিয়ে ছন্দ খুঁজে বেড়াচ্ছেন। তাই ট্রিকবঙ্গ টিম আপনার জন্য বিভিন্ন মাধ্যম থেকে অনেক সুন্দর সুন্দর বাছাই করে ছন্দ গুলো সংগ্রহ করেছি। নিচের অংশ থেকে সন্দেহ গুলো দেখে নিতে পারেন।

  • স্বাধীনতা তুমি – শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা।– শামসুর রাহমান
  • স্বাধীনতা তুমি – রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার– শামসুর রাহমান
  • স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শাণিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।– শামসুর রাহমান
  • স্বাধীনতা (shadhinota) তুমি, অনেক বেশি দামী।। স্বাধীনতা তুমি ইচ্ছে মত নদীর কুলে ভেলায় ভাষা,,, স্বাধীনতা তুমি ধান-শালিকের মুক্ত সুরের কথা।। ** সবাইকে ৭ই মার্চের শুভেচ্ছা **
  • স্বাধীনতা দিবসে মন,,,, খুশিতে উচ্ছ্বসিত। স্বাধীন দেশের জন্মলগ্নে চঞ্চল হয় চিত্ত। সবাইকে স্বাধীনতা দিবসের প্রাণডালা শুভেচ্ছা ও অভিনন্দন। ** সবাইকে ৭ই মার্চের শুভেচ্ছা
  • স্বাধীনতা তুমি দিয়েছ মোদের বাক স্বাধীনতার আদেশ। তুমি দিয়েছ মোদের এক শান্তির প্রদেশ।

৭ মার্চ নিয়ে ক্যাপশন

বর্তমানে আমরা যে কোন অনুষ্ঠানকে ঘিরে ফেসবুকে পোস্ট করি। তাই যারা 7 ই মার্চ নিয়ে ফেসবুক ক্যাপশন খুঁজছেন। তাদের জন্য সবচাইতে ভালো মানের 7 ই মার্চের ক্যাপশন তুলে ধরেছে ট্রিক বঙ্গ টিম।

৭৫ এ বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছর নিষিদ্ধ ছিল ৭ই মার্চের ভাষণ। রেডিও-টিভিতে এই ভাষণ প্রচার করা হতো না কখনো। অনেকেই মাইকে এই ভাষণ প্রচার করতে গিয়ে গ্রেফতার হয়েছেন, প্রাণ দিয়েছেন। আজ সেই ঐতিহাসিক ভাষণ ১২ টি ভাষায় অনুদিত হয়েছে, ২৫০০ বছরের শ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে অন্যতম একটি ভাষণ হিসেবে চিহ্নিত হয়েছে।

– প্রধানমন্ত্রী শেখ হাসিনা

৭ মার্চ আমাদের কাছে এক ঐতিহাসিক দিন। যেদিন ভাষণ রেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তাই আমরা আজকে পেয়েছি 7 ই মার্চ জাতীয় ইতিহাসিক দিবস।

আজ 7 ই মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস,সবাইকে জাতীয় ঐতিহাসিক দিবসের শুভেচ্ছা

৭ই মার্চের ফেসবুক স্ট্যাটাস

১৯৭১ সালের ৭ ই মার্চ বঙ্গবন্ধু বাঙালি জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক এক ভাষণ দেন। এই ভাষণের মাধ্যমে তিনি আপামর জনসাধারণকে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের আহবান করেন। এরপর এই দীর্ঘ যুদ্ধের পর আমরা স্বাধীনতা পাই। তাই মহান এই দিনটি সম্পর্কে আমাদের মধ্যে অনেকেই ফেসবুকে সুন্দর সুন্দর স্ট্যাটাস দিতে চাই। তাই ট্রিক বঙ্গ টিম আপনার জন্য ৭ ই মার্চের ফেসবুক স্ট্যাটাস এর কিছু নমুনা এখানে শেয়ার করব।

  • ‘রাজনীতির কবি’ (নিউজউইক ম্যাগাজিনের ভাষায়, ‘পোয়েট অব পলিটিকস’) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান———নিউজউইক ম্যাগাজিন
  • ঐতিহাসিক ৭ই মার্চ দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
  • আমি ৭ই মার্চ ১৯৭১সালের বঙ্গবন্ধুর ভাষণ দেখিনি। কিন্তু আজ ৭ই জানুয়ারি ২০২৩ সালের রাজধানী ঢাকার বুকে ঐতিহাসিক গুলিস্তান চত্বরের “মহা সমাবেশে।
  • ১৯৭১ সালে ৭ই মার্চ বঙ্গবন্ধু ” এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ” এই ঘোষণা দিয়ে বাড়ি ফিরে পরিবারের সাথে ডিনার করার সুযোগ পাইছিল। তখন ছিল পাকিস্তানি শাসনামল।
  • রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ ।
  • সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবে না।
  • জন
  • গণকে একটি স্বপ্নের কথা বলতে নয়, নির্দেশের অপেক্ষারত উত্তাল বাঙালি জনসমুদ্রকে স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামের আহ্বান জানাতে। —— মার্টিন লুথার কিং
  • এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
  • আজ ঐতিহাসিক ৭ই মার্চ স্মরণ করি বিনম্র শ্রদ্ধায়।
  • ১৯৭১ খ্রিষ্টাব্দের ৭ই মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত এক ঐতিহাসিক ভাষণ।
  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনের পর দেশপ্রেমিক কোন ছাত্র কিন্তু ঘরে ফিরে যাননি।

৭ মার্চ নিয়ে বাণী

বাংলাদেশের প্রতিটি মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 ই মার্চের ভাষণকে আজও এক বিখ্যাত ভাষণ হিসেবে মানে। তাই প্রতিবছর 7 ই মার্চ বাংলাদেশের প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ বাজানো হয়। নিচে কিছু 7 ই মার্চ এর বাণী তুলে ধরা হলো।

আজ 7 এই মার্চ স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার সেই ঐতিহাসিক ভাষণ এর ফলে বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল হাজার 1971 সালের মুক্তিযুদ্ধে।

এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

৭ই মার্চ নিয়ে কবিতা

পোষ্টের এই পর্যায়ে আমি আপনাদের জন্য অনেক সুন্দর একটি ৭ মার্চ নিয়ে কবিতা সংগ্রহ করেছি। অনেকে-ই মহান ৭ই মার্চ নিয়ে উক্তি বাণী স্ট্যাটাস বা ক্যাপশন খুঁজে থাকে। এর পাশা-পাশি আপনি চাইলে সুন্দর একটি কবিতা ও সংগ্রহ করতে পারেন। কবিতাটি নিচের অংশ থেকে দেখে আসুন, আশা করি আপনার অনেক ভালো লাগবে।

কথা ছিলো একটি পতাকা পেলে
আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা
কথা ছিলো একটি পতাকা পেলে
ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস
ব্যর্থ চল্লিশে বসে বলবেন,– ‘পেয়েছি, পেয়েছি’।
কথা ছিলো একটি পতাকা পেলে
পাতা কুড়োনির মেয়ে শীতের সকালে
ওম নেবে জাতীয় সংগীত শুনে পাতার মর্মরে।
কথা ছিলো একটি পতাকা পেলে
ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে-বোশেখে,
বাঁচবে যুদ্ধের শিশু সসন্মানে সাদা দুতে-ভাতে।
কথা ছিলো একটি পতাকা পেলে
আমাদের সব দুঃখ জমা দেবো যৌথ-খামারে,
সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ
সকলেই নিয়ে যাবো নিজের সংসারে।

৭ই মার্চ নিয়ে শুভেচ্ছা স্ট্যাটাস

  • ৭ই মার্চ, বাঙালির আত্মসম্মানের দিন।
  • ‘জয় বাংলা’ স্লোগানে গেঁথে ছিল স্বাধীনতার স্বপ্ন। ️
  • বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে ঝংকৃত হয়েছিল মুক্তির আহ্বান।
  • “স্বাধীনতা আমার জন্মগত অধিকার” – এই বাণী আজও অমলিন। ️
  • ৭ই মার্চের চেতনায় গড়ে তুলি সোনার বাংলা। 🇧🇩
  • ভাষার জন্য রক্ত দিয়েছিল যারা, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
  • মাতৃভাষার প্রেমে বাঁধা এক সুতোয় গাঁথা বাঙালি জাতি। 🪢
  • ৭ই মার্চ, ঐক্য ও সংহতির প্রতীক।
  • ভাষা আন্দোলনের ইতিহাসে লেখা বাঙালির সাহস ও বীরত্বের কাহিনী।
  • আসুন, ৭ই মার্চের স্মৃতি ধারণ করে গড়ে তুলি উন্নত বাংলাদেশ। ️
  • “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম” – এই বাণী আজও প্রাসঙ্গিক।
  • ৭ই মার্চ, বাঙালির অদম্য সাহসের প্রতীক।
  • ভাষা শহীদদের আত্মত্যাগ কখনো ভোলা যাবে না।
  • ৭ই মার্চ, আমাদের গর্ব, আমাদের অহংকার।
  • আসুন, ৭ই মার্চের চেতনায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই।

শেষ কথা

মহান স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাদের আত্মত্যাগের কথা কখনো ভুলবার নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের আহব্বানে তারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। বাঙালি হিসেবে আমাদের উচিত এই মহান দিনটির কথা স্মরণ করা। তাই আজকের এই পোস্টে আমি আপনার সাথে অনেক সুন্দর সুন্দর ৭ই মার্চ নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ৭ ই মার্চের বাণী শেয়ার করেছি।

Trick Bongo Google news
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *