১৭ ই মার্চ জাতীয় শিশু দিবস নিয়ে উক্তি,কবিতা, স্ট্যাটাস, ক্যাপশন ও কিছু কথা 

5/5 - (1 vote)

প্রিয় পাঠক বন্ধুরা, আজ জাতীয় শিশু দিবস ২০২৪। প্রতিবছরই মার্চ মাসের ১৭ তারিখে জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে থাকে। শুরুর দিকে বাংলাদেশ জাতীয় শিশু দিবস ছিল না। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অধীনে ১৯৯৬ সালে (খ) ক্যাটাগরি হিসেবে জাতীয় শিশু দিবস ঘোষণা করা হয়। প্রথমে জাতীয় শিশু দিবস হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করা ছিল না। কিন্তু পরবর্তীতে 17 মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম গ্রহণের দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৭ মার্চ ১৯২০ সালে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের 17 ই মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী হিসেবে উদযাপন করা হয়ে থাকে।

জাতীয় শিশু দিবস নিয়ে উক্তি

প্রিয় পাঠক বন্ধুরা, আজকের এই আর্টিকেলে আমরা জাতীয় শিশু দিবস নিয়ে উক্তি তুলে ধরেছি। যেখানে জাতীয় শিশু দিবসের মূল উদ্দেশ্য ছিল শিশুদের প্রতি জনসচেতনতা সৃষ্টি করা। আজকের পোস্ট থেকে জাতীয় শিশু দিবস নিয়ে উক্তি সংগ্রহ করে নিন।

আসুন এই শিশু দিবসে হাত মেলাই এই পৃথিবীকে ছোটদের জন্য একটি নিরাপদ জায়গা করে তুলতে। শুভ শিশু দিবস!

~ শিশুরা আল্লাহ্‌র ফুল ।
~ তিরমিযী

~ সমাজ কীভাবে শিশুদের প্রতি আচরণ করে তার মধ্য দিয়ে সমাজের চেহারা ফুটে ওঠে”
~ নেলসন ম্যান্ডেলা ।

~ শিশুরা হচ্ছে বাগানের কাদা মাটির মত। তাদেরকে খুব সতর্ক ও আদর-সোহাগ দিয়ে যত্ন করতে হবে
~ জওহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী।

~ শিশুরা হচ্ছে এমন একপ্রকার প্রাণী, যারা নিজেরা নিজেদের জগত তৈরি করে”
~ রবীন্দ্রনাথ ঠাকুর।

আরও দেখুনঃ নারী দিবসের শুভেচ্ছা, উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও ছবি

শিশু দিবস নিয়ে উক্তি

১৭ মার্চ ২০২৪ শিশু দিবস হিসেবে বাংলাদেশে পালিত হয়। সেই হিসেবে বাংলাদেশের প্রতিটি মানুষ শিশু দিবস নিয়ে উক্তি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকে। আজকের পোষ্টে শিশু দিবস নিয়ে উক্তি উল্লেখ করা হয়েছে।

~ আমরা আজকের দিনটি উৎসর্গ করি যেন আমাদের শিশুরা একটি সুন্দর আগামী পেতে পারে
~ এপিজে আব্দুল কালাম ।

~ প্রতিটি শিশু এই বার্তা নিয়ে জন্মগ্রহণ করে যে, স্রষ্টা এখনও মানুষের প্রতি আস্থা হারান নি
~ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

~ সরকার আপনাকে কেবল রাস্তা-ঘাট, হাসপাতাল এবং স্কুল-কলেজ নির্মাণ করে দিতে পারে। কিন্তু আপনার ঘর তখনই আলোকিত হবে, যখন আপনার শিশু সুশিক্ষায় শিক্ষিত হবে
~ নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী।

আরও দেখুনঃ ৭ই মার্চের স্ট্যাটাস, উক্তি, বাণী, ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন

জাতীয় শিশু দিবস নিয়ে স্ট্যাটাস

যারা শিশু দিবস নিয়ে স্ট্যাটাস ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে চান। তাদের জন্য সবচাইতে সেরা জাতীয় শিশু দিবস নিয়ে স্ট্যাটাস তুলে ধরেছি আজকের এই পোস্টে।

~ শিশুরা ততটুকু বড় হয়, আমরা তাদের নিয়ে যতটুকু বিশ্বাস করি।
~ লেডি বার্ড জনসন, সাবেক মার্কিন ফার্স্ট লেডি।

~ শিশুদের শিক্ষা দেয়া উচিত যে তারা কীভাবে চিন্তা করবে, কী চিন্তা করবে সেটা নয়।
~ নৃবিজ্ঞানী মার্গারেট মিড।

~একটি শিশু আগামীকাল কী হবে আমরা তা নিয়ে উদ্বিগ্ন, অথচ আমরা ভুলে যাই সে আজকেও কেউ একজন।
~ শিল্পী স্টেসিয়া টসচার।

~ বড়দের কথা শোনার ক্ষেত্রে শিশুরা খুব দক্ষ নয়, তবে বড়দের অনুসরণ করার ক্ষেত্রে তারা কখনো ব্যর্থ হয় না।
~ জেমস বেডউইন, ঔপন্যাসিক।

~শিশুরা হচ্ছে ভেজা মাটির মতো, এর উপর যা কিছুই পতিত হয় তার ছাপ ফুটে ওঠে।
~ হাইম গিনোট, শিশু মনোবিজ্ঞানী।

জাতীয় শিশু দিবসের স্ট্যাটাস 

  • আজকে আর তোদের পড়ালেখা করাবো না, আজকে শুধু গান বাজনা আর আড্ডা হবে। কারণ আজ তোদের বিশেষ দিন সেটা হল জাতীয় শিশু দিবস। সবাইকে জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা
  • বাবু তুই একদিন বড় হবে কিন্তু তোরে ছেলেবেলার সুন্দর মনটা এখনকার মতই রাখিস। “শিশু দিবসের শুভেচ্ছা”
  • তোর এই ছেলেবেলাটা বড়ই সুখের ছিল, দোয়া করি সারা জীবন এমনই থাকিস। “এই বলেই জানাই জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা”
  • তোর আনন্দতেই আমাদের আনন্দ, তোর দুঃখতেই আমাদের দুঃখ। হ্যাপি চিলড্রেনস ডে।
  • পিচ্চি তোর মুখের হাসি কেড়েছে আমার মন, তোর কি লাগবে বল আমায়। “জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা”
  • আগামী দিনের ভবিষ্যৎ হল তোরা, সব সময় হাসিখুশি আনন্দে থাক তোরা। “হ্যাপি চিলড্রেনস ডে”

জাতীয় শিশু দিবস নিয়ে বাণী

সবাই চাই শিশুদেরকে নিয়ে ছন্দ শেয়ার করার জন্য। তাই আজকের এই জাতীয় শিশু দিবস উপলক্ষে কিছু বাণী উল্লেখ করা হয়েছে আপনাদের জন্য। সবার সাথে শিশু দিবস বাণী শেয়ার করুন।

~ শিশুদের গড়ে তোলার সবচেয়ে উত্তম পন্থা হল তাদেরকে আনন্দ দেয়া।
~ অস্কার ওয়াইল্ড, লেখক এবং কবি।

~ শিশুদের জন্য যে কিছু করে সে আমার কাছে নায়ক।
~ ফ্রেড রজার্স, টিভি ব্যক্তিত্ব।

~ শিশুদের দেখলে আমার দুটি অনুভূতি জেগে ওঠে- একটি হল তাদের জন্য আদর আরেকটি হল সম্মান”
~ লুই পাস্তুর, ফরাসী বিজ্ঞানী।

আরও দেখুনঃ নিজের বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা ফেসবুক স্ট্যাটাস, এসএমএস, ছন্দ

জাতীয় শিশু দিবস নিয়ে ক্যাপশন

17 মার্চ উপলক্ষে সবাই শিশু দিবস উপলক্ষে ক্যাপশন পেতে চায়। তাই আজকের এই পোস্টে আমরা সবচাইতে ভালো মানের জাতীয় শিশু দিবস নিয়ে ক্যাপশন উল্লেখ করেছি। যার সাহায্যে আপনি খুব সহজে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন।

~ শিশুরা হচ্ছে এমন কিছু হাত, যার দ্বারা আমরা স্বর্গ স্পর্শ করতে পারি।
~ হেনরি ওয়ার্ড বিচার, সমাজকর্মী।

~ যেখানে শিশুরা জড়ো হয়, প্রকৃত আনন্দ সেখানেই।
~ মিগনন ম্যাক-লাফিন, সাংবাদিক ও লেখক।

~ একটি শিশু স্রষ্টার সেই বার্তা যে, বিশ্বকে এখনও এগিয়ে যেতে হবে।
~ কার্ল স্যান্ডবার্গ, আমেরিকান কবি।

~ শিশুদের নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। এটা খুব কঠিন, কিন্তু এটাই একমাত্র পথ।
~ বার্বারা বুশ, সাবেক মার্কিন ফার্স্ট লেডি।

জাতীয় শিশু দিবসের বক্তব্য

এই জাতীয় শিশু দিবস পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে পালন করে থাকে। তবে এই জাতীয় শিশু দিবস টি সর্বপ্রথম হাজার ১৯২০ সালের ২৩ এপ্রিল তুরস্কে উদযাপন করা হয়। তারপর বিশ্ব শিশু দিবস হিসেবে ২০ শে নভেম্বর পালন করা হয়। আমাদের দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জন্ম উপলক্ষে আমাদের বাংলাদেশে ১৭ই মার্চ এই বিশেষ দিনটি পালন করা হয়।

জাতীয় শিশু দিবস হিসেবে আমাদের এই দেশের স্কুল কলেজ এর বিভিন্ন জায়গায় এই দিনটি উদযাপন করে থাকি। এতে শিশুরাও অনুপ্রাণিত হয় এবং তাদের মনটাও ভালো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন কে শিশুদের জন্য উৎসর্গ করে এই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করেছিলেন তিনি নিজেই।

শিশু দিবস নিয়ে কিছু কথা 

এদেশের মানুষের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন হচ্ছে সবচেয়ে আনন্দের একটা দিন কারণ এই দিনটিতেও জাতীয় শিশু দিবস পালন করা হয়। শিশুদের প্রতি ভালোবাসার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা দেশ রত্ন শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী ২০০১ সালে খ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করেন। তারপর থেকে আমাদের এই বাংলাদেশে প্রত্যেক বছর ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস পালন করা হয়।

জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা

এ পৃথিবীর সব মানুষই ছোট থেকে বড় হয় এবং ছোট কালের অর্থাৎ শৈশবের কিছু স্মৃতি নিয়ে তার জীবন পরিচালিত হয়। তাই জাতীয় শিশু দিবস উপলক্ষে “জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা” নিয়ে কিছু কথা লেখা হলো আশা করি আপনাদের ভালো লাগবে।

  • শিশুরা হলো নিষ্পাপ তাদের যেমন শিক্ষা দেওয়া হবে তারা তেমন ভাবেই গড়ে উঠবে। তাই শিশুদের সঠিক শিক্ষার মাধ্যমে উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে মনে করি। হ্যাপি চিলড্রেন্স ডে
  • শিশুরা হলো মাটির মত, কেননা তাদের যেভাবে করতে চাইবেন তারা সেই ভাবেই গড়ে। তাই তাদেরকে সবসময় সুশিক্ষার শিক্ষা দেওয়া উচিত। জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা
  • শিশুদের ছোটবেলায় যত বেশি অনুপ্রাণিত করবেন, তারা তত বেশি শিখবে। হ্যাপি চিলড্রেন্স ডে
  • প্রত্যেক শিশুই হলো বাগানের ফুলের মত, কিছু শিশু শিক্ষার অভাবে ঝরে পড়ে যায় আবার কিছু শিশু শিক্ষার কারণেই তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। হ্যাপি চিলড্রেন্স ডে

প্রত্যেক শিশুর মাঝে লুকিয়ে থাকে কোন না কোন মেধা শক্তি, কিন্তু সঠিক মেধা না পাওয়ায় অনেক শিশু ঝরে পড়ে যায়। শিশু দিবসের শুভেচ্ছা

জাতীয় শিশু দিবসের কবিতা

ছোট্ট জীবন 
অমৃতা দে গুপ্ত

ছোট্ট মোদের মাথা বটে মগজ মোটেও ছোট নয়,

চক্ষু দুটি ছোট্ট হলেও দৃষ্টি কিন্তু শুধরে ধায়।

বিশ্বকোষের জ্ঞান ভান্ডার বয়ে চলি ছোট্ট পিঠে,

বড়দেরও হারাতে পারি যদি ছোট্ট মুখে ফোটে বুলি। 

রামধনু রঙে আকাশ গড়ে,

স্বপ্ন মেঘের তুলি দিয়ে ;

অজানারে জানতে চেয়ে এ মন টগবগিয়ে !

বিশ্বকে মোরা ধরতে পারি ছোট্ট হাতের ছোট্ট মুঠোয়। 

মানবজাতিকে বাঁধতে পারি ভালোবাসার সুক্ষ সুতোয়, 

ভবিষ্যতের গর্ব মোরা অবহেলার যোগ্য নয় ;

ছোট্ট দু’পায়ে ইচ্ছে হলে করতে পারি বিশ্বজয়। 

অবহেলা করোনা মোদের স্নেহ করে যাও,

দেখবে একদিন হয়েছি মোরা বিশ্বজয়ী। 

শেষ কথা

জাতীয় শিশু দিবস উপলক্ষে যে কথাগুলো ট্রিক বঙ্গের আজকের এই আর্টিকেলে লেখা হয়েছে, যদি পড়ে থাকেন আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার আপন লোকদের মাঝে। এবং আপনাদের প্রয়োজনীয় আরো বিভিন্ন ধরনের আর্টিকেল পেতে ট্রিক বঙ্গে ভিজিট করুন আশা করি এরকম আরো অনেক ধরনের পোস্ট পেয়ে যাবেন।

Trick Bongo Google news
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *