রবি সিমের সকল কোড ২০২২ । সার্ভিস, মিনিট চেক, ইন্টারনেট কোড | Robi All Secret Code 2022

5/5 - (1 vote)

আজকে আমরা রবি সিমের সকল কোড ও সার্ভিস । সকল ধরনের ইউএসএসডি কোড, ফোন ব্যালেন্স চেক, মিনিট অফার চেক এমবি চেক করার কোড গুলো জানব।

আমরা আজকে জানাবো, রবি সিমের সকল প্রয়োজনীয় কোড ,
রবি সিমের সার্ভিস বন্ধ করার কোডগুলো ও জানব।

রবি সিমের সকল কোড । Robi All Secret Code

Robi All Secret Code

রবি নাম্বার দেখার কোড কি?

আপনি হয়তো নতুন রবি সিম ক্রয় করেছেন ,এর আগে কখনও রবি সিম ব্যবহার করেননি।
এজন্য হয়ত রবি নাম্বার চেক করতে পারেন না ,আজকে আমি আপনাদের বলে দেবো কিভাবে রবি সিমের নাম্বার বের করবেন।

প্রথমে আপনাকে ডায়াল প্যাডে যাবেন এবং ডায়েল করবেন *১৪০*২*৪# অথবা *২# । এই কোডটি ডায়াল করার কয়েক সেকেন্ডের মধ্যে আপনি আপনার রবি সিমের নাম্বার দেখতে পাবেন আপনার সামনেই।

রবি সিমের ব্যালেন্স চেক করার কোড কি?

আপনার রবি সিমের ব্যালেন্স চেক করার জন্য, আপনার ফোনের ডায়াল প্যাড এ গিয়ে ডায়েল করবেন ।
*২২২# অথবা ২২২ এটা ডায়াল করার সাথে সাথে আপনার রবি সিমে কত টাকা ব্যালেন্স আছে তা চলে আসবে।

রবি সিমের মিনিট চেক করার কোড কি?

আপনি যদি রবি সিমের মিনিট চেক করতে চান, তাহলে আপনার ফোনের ডায়াল প্যাড এ গিয়ে ডায়াল করুন।
*২২২*৩# এই কোডটি ডায়াল করার সাথে সাথে ,আপনার রবি সিমে কত মিনিট আছে সেটা চলে আসবে।

আরো পড়ুনঃ ডাউনলোড করে নিন 10 Minute School এর IELTS Course By Munzereen Shahid.

রবি সিমের প্যাকেজ চেক কোড কি?

রবি প্যাকেজ চেক করার জন্য, আপনি আপনার ফোনের ডায়াল প্যাড এ গিয়ে ডায়েল করুন।
*১৪০*১৪# এই কোডটি ডায়াল করার সাথে সাথে আপনার রবি সিমের কাঙ্খিত প্যাকেজটি চলে আসবে।

রবি সিমের এসএমএস চেক করার কোড কি?

রবি সিমের এসএমএস চেক করার জন্য, আপনি আপনার ফোনের ডায়াল প্যাড এ গিয়ে ডায়েল করুন।
*২২২*১১# এই কোডটি ডায়াল করার কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ফোনে যত এসএমএস আছে সেগুলো চলে আসবে।

রবি সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেয়ার কোড কি?

আপনি যদি রবি সিম ব্যাবহার কারি হয়ে থাকেন, আর আপনার হঠাৎ করেই ইমারজেন্সি ব্যালেন্স এর প্রয়োজন হল।
তাহলে আপনার ফোনের ডাইল প্যাড এ গিয়ে ডাইল করুন *123*007# এই কোড ডায়াল করা 1 থেকে 5 মিনিটের মধ্যে দশ থেকে একশ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স লোন নিতে পারবেন।

রবি সিমের সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২২

অনেক সময় আমাদের সিমে বিভিন্ন সার্ভিস চালু হয়ে টাকা কাটা শুরু হয়, আর তখন আমাদের সেই সার্ভিস গুলো বন্ধ করতে হয় ।আপনি যদি রবি সিম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে রবি সিমের টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ করার কোড গুলো জেনে নেয়া খুবই জরুরী বলে মনে করি।

একটি মাত্র কোড ডাইল করার মাধ্যমে আপনি রবি সিমের সকল সার্ভিস বন্ধ করতে পারবেন।

রবি সিমের সকল সার্ভিস বন্ধ করার কোড *9#

রবি আলাদা আলাদা সার্ভিস বন্ধ করার কোড ২০২২

উপরিক্ত ,রবি সকল সার্ভিস বন্ধ করার কোড ডায়াল করার ফলে রবি সিমের সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি যদি কোন প্রয়োজনীয় সার্ভিস ব্যবহার করে থাকেন তাহলে উপরের কোড ডায়াল করার ফলে আপনার প্রয়োজনীয় সার্ভিসটি ও বন্ধ হয়ে যাবে ।

আপনি যদি, আপনার প্রয়োজনীয় বা দরকারি সার্ভিসগুলো চালু রেখে নির্দিষ্ট একটি রবি টাকা কাটার সার্ভিস বন্ধ করতে চান তাহলে আপনাকে প্রত্যেকটি আলাদা আলাদা সার্ভিস এর কোড গুলো সম্পর্কে জেনে নিতে হবে ।

আরো পড়ুনঃ কিভাবে ফেসবুকে বাংলা এবং ইংলিশ মিক্স নামে আইডি খুলবেন।

কোন একটি নির্দিষ্ট সার্ভিস বন্ধ করার পূর্বে আপনাকে জেনে নিতে হবে আপনার ফোনে কোন সার্ভিস টি চালু হয়েছে।
তারপর সেই সার্ভিসটি বন্ধ করার কোড ডায়াল করার মাধ্যমে খুব সহজে টাকা কাটার নির্দিষ্ট একটি সার্ভিস বন্ধ করতে পারবেন।

রবি সিমের নির্দিষ্ট সার্ভিস বন্ধ করার কোড গুলো হলঃ

  • *140*2*1*2# ডায়াল করার মাধ্যমে রবি মিসকল এলার্ট সার্ভিস বন্ধ করতে পারবেন।
  • STOP লিখে 21291 নাম্বারে মেসেজ পাঠান রবি ব্লাক সার্ভিস করতে।
  • Unsub লিখে 808088 নাম্বারে মেসেজ পাঠান রবি ভয়েস টিউব সার্ভিস বন্ধ করতে।
  • CSTOP লিখে 8880 নাম্বারে মেসেজ পাঠান রবি সার্কেল সার্ভিস বন্ধ করতে।
  • “OFF” লিখে 21279 নাম্বারে মেসেজ পাঠান মুসলিম জীবনি সার্ভিস বন্ধ করতে।
  • OFF” লিখে 80807 নাম্বারে মেসেজ পাঠান রবি এবাদত পোর্টাল সার্ভিস বন্ধ করতে।
  • *140*2*3*6# ডায়াল করার মাধ্যমে রবি কল ব্লক সার্ভিস বন্ধ করতে।
  • OFF লিখে 8466 নাম্বারে মেসেজ পাঠান রবি গুনগুন সার্ভিস বন্ধ করতে।
  • Stop লিখে 32665 নাম্বারে মেসেজ পাঠান রবি ফেসবুক সার্ভিস বন্ধ করতে।
  • Off লিখে 1818 নাম্বারে মেসেজ পাঠান রবি লোকাল সার্ভিস বন্ধ করতে।
  • *140*8*1*2*3# ডায়াল করার মাধ্যমে রবি ব্রেকিং নিউজ সার্ভিস বন্ধ করতে।
  • Joke off লিখে 4636 নাম্বারে মেসেজ পাঠান রবি ফোন পোর্টাল সার্ভিস বন্ধ করতে।
  • *8999*00# ডায়াল করার মাধ্যমে রবি ইন্টারনেট সার্ভিস বন্ধ করতে পারবেন।
  • *140*2*2*6# ডায়াল করার মাধ্যমে রবি ব্যাকআপ সার্ভিস বন্ধ করতে পারবেন।

আমাদের শেষ কথাঃ

আশা করি আপনি রবি সিমের সকল প্রয়োজনীয় কোড কি ?কি ? এ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তাই আপনি যদি এই আর্টিকেলটি পছন্দ করেন তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। কেননা আপনার বন্ধুদের মধ্যে এমন অনেকে আছে রবি সিমের সকল কোড সম্পর্কে অবগত নয়।

Trick Bongo Google news
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *