ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবো কিভাবে | How to Download Video from Facebook 2022

5/5 - (1 vote)

আসসালামু আলাইকুম ।
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন।

আজকে আমি ফেসবুক থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করা যায় তা নিয়ে আলোচনা করবো । ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার বেশ কিছু পদ্ধতি রয়েছে। একে একে সব গুল পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। তাহলে চলুন মূল ট্রপিক এ আসা যাক।

How to Download Video from Facebook 2022

How to Download Videos from Facebook

ফেসবুক ভিডিও ডাউনলোডার ( Facebook Video Downloader ):

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সহজ উপায় হোল ফেসবুক ভিডিও ডাউনলোডার ব্যবহার করা । এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে “ফেসবুক ভিডিও ডাউনলোডার কি?” আবার অনেকে হয়তো বিষয়টি আগে থেকে জানেন। যারা জানেন না তাদের জন্য বলছি । ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা যায় এমন কোন অ্যাপ বা ওয়েবসাইট।এমন যেকোনো টুলস কে ফেসবুক ভিডিও ডাউনলোডার বলতে পারবেন।

ফেসবুক ভিডিও ডাউনলোডার ব্যবহার করে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড একদম সেফ। কারণ সেখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করার প্রয়োজন পড়ে না।

Also Read... কিভাবে ফেসবুকে বাংলা এবং ইংলিশ মিক্স নামে আইডি খুলবেন।

তো কিভাবে ফেসবুক ভিডিও ডাউনলোডার ব্যবহার করবেন তা জেনে নেয়া যাক।

ফেসবুক ভিডিও ডাউনলোডার ব্যবহার করে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে একটি নির্দিষ্ট ফেসবুক ভিডিও ডাউনলোডার অ্যাপ অথবা ওয়েবসাইট ওপেন করতে হবে। এর পর ফেসবুক থেকে যেই ভিডিও টি ডাউনলোড করতে চান সেই ভিডিও এর লিংক টি কপি করে নিতে হবে। আবার ফেসবুক ভিডিও ডাউনলোডারে কপি করা লিংক টি পেস্ট করে ডাউনলোড বাটনে ক্লিক করলেই ভিডিওটি ডাউনলোড করার ভিবিন্ন অপশন পেয়ে যাবেন।

ফেসবুক ভিডিও ডাউনলোডার লিখে গুগলে অথবা প্লে স্টোরে সার্চ দিলেই সহজে ফেসবুক ভিডিও ডাউনলোডার পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে নিচে কয়েকটি বেস্ট ফেসবুক ভিডিও ডাউনলোডার এর লিংকের লিস্ট দেয়া হল।

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার অ্যাপ ( Facebook Video Downloadar Apps)

  1. Video downloader for Facebook
  2. HD Video Downloader for Facebook
  3. FastVid: Video Downloader for Facebook

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট (Facebook Video Downloader Website)

  1. https://downvideo.net/
  2. https://fdown.net/
  3. https://www.getfvid.com/
  4. https://snapsave.app/
  5. https://smallseotools.com/facebook-video-downloader/

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার ( Facebook Video Downloader software )

NameFacebook Video Downloader By Tomabo
File Size25.7 MB
OSWindows 10 / 8 / 7 / Vista
Download LInkDownload or, Download

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার এক্সটেনশন (Facebook Video Downloader Extension)

  1. Video Downloader Plus
  2. Video Downloader For FB
  3. Video Downloader professional

সরাসরি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা ( Download videos from facebook)

ঈতি মধ্যে আমরা ফেসবুক ভিডিও ডাউনলোডার নিয়ে আলোচনা করেছি। আবার আমরা কোন ধরনের ভিডিও ডাউনলোডার ছাডা কিভাবে ডাউনলোড করা যায় সেই বিষয়ে আলোচনা করবো।

এই পদ্ধতিটি আগের পদ্ধতি থেকে কিছুটা কঠিন মনে হতে পারে। কারণ, ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সহজ উপায় হচ্ছে ফেসবুক ভিডিও ডাউনলোডার ব্যবহার করা। তাছাডা অন্য সকল পদ্ধতি কিছুটা কঠিন বলা যায়।

সরাসরি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রেও প্রথমে ভিডিওটির লিংক কপি করে নিতে হবে। কপি করা লিংকটি অনেকটা এই রকম (https://facebook.com/pagename/videos/36647388487/) হবে। লিংকটি থেকে www কেটে দিয়ে www এর জায়গায় mbasic দিন। তখন ভিডিওটির লিংক দেখতে এমন হবে।
( mabsic.facebook.com/pagename/videos/36647388487) আবার আপনার ফোনের অথবা ডেক্সটপ এর যেকোনো ব্রাউজারের মাধ্যমে নতুন লিংকটিতে প্রবেশ করুন।

একটি বিষয় খেয়াল রাখতে হবে যে ,উক্ত ব্রাউজারে আগায় থেকে আপনার ফেসবুক আইডি টি লগইন করে রাখতে হবে। আবার আপনি ভিদেওটি ব্রাউজার এ দেখতে পাবেন। ভিডিওটির উপর ক্লিক করা মাত্রই ভিডিও টি ডাউনলোড হওয়া শুরু হবে। কিছু কিছু ক্ষেত্রে ভিডিও টি ডাউনলোড না হয়ে প্লে হতে পারে। সেক্ষেত্রে ভিডিও প্লেয়ার এর নিচে মোর অথবা থ্রী-ডট অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে ভিডিও ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন।

এত ঝামেলা করতে না চাইলে উপরে দেওয়া ভিডিও ডাউনলোডার থেকে যেকোনো একটি ডাউনলোডার ব্যবহার করে ফেসবুক থেকে খুব সহজে ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।

আশা করি আজকের টপিক টি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে এই টপিক টি শেয়ারে তাদেরকে ও এই ট্রিক টি জানার সুজুগ করে দিন। খুব শীঘ্রই চলে আসব আরও নতুন টপিক নিয়ে। তাই এসব টপিকগুলো পড়ার জন্য আমাদের ব্লগটি নিয়মিত ভিজিট করুন।

আল্লাহ হাফেজ।

Tag:

facebook video download,techno riad,technoriad,technoriad.xyz,trickbd,techhelpbd,riadmonir,riad monir
how to download video from facebook timeline,how to download public video from facebook,facebook video downloader app,facebook video downloader chrome,mbasic facebook video download,best facebook video downloader,how to download videos from facebook on android,how to download video from facebook to computer,how to download video from facebook to computer,how to save facebook videos to gallery without any app,how to download videos from facebook on android,facebook video downloader app,how to download videos from facebook to iphone,facebook video downloader chrome,Facebook Video Downloader Extension,mbasic facebook video download,download private facebook videos mobile,Download videos from facebook,


ফেসবুকে ভিডিও দেখার নিয়ম,ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা অ্যাপস,ফেসবুক ডাউনলোড হচ্ছে না কেন,ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড,ফ্রি ফেসবুক ডাউনলোড,ফেসবুক লাইভ ভিডিও ডাউনলোড,ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড,ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম,ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার,ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার উপায়,ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করব কিভাবে,ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবো কিভাবে,ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার অ্যাপস,ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার পদ্ধতি,ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার এপস,
সরাসরি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা,ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার এক্সটেনশন,

Trick Bongo Google news
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *