Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
হ্যাপি নিউ ইয়ার ২০২৪ স্ট্যাটাস (Happy New Year 2024 Status) – ছন্দ ও শুভেচ্ছা মেসেজঃ সময়ের সাথে সাথে প্রত্যেকটি জিনিস পরিবর্তন হয়ে নতুন রূপ ধারণ করে। তেমনি ২০২৩ সালটা ও পরিবর্তন হয়ে ২০২৪ এ পা রাখতে যাচ্ছে। এই শুভদিনে আমরা আমাদের প্রিয় বন্ধু-বান্ধব সহ প্রিয়জনদেরকে হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা মেসেজ পাঠাতে পারি।
আমরা যদি কাউকে হ্যাপি নিউ ইয়ার স্ট্যাটাস পাঠায় ,তাহলে তিনি অনেক খুশি এবং আনন্দিত হবেন। জানুয়ারি মাসের ০১ তারিখ হ্যাপি নিউ ইয়ার দিবস উদযাপিত হয়ে থাকে। আমরা এই শুভ দিনে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা মেসেজ আমাদের বন্ধুদেরকে পাঠাবো।
হ্যাপি নিউ ইয়ার ২০২৪ এসএমএস পাঠাতে অনেকেই পছন্দ করেন থাকেন। শুধুমাত্র অনলাইনেই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সীমাবদ্ধ থাকবে তা নয়। অফলাইনেও আপনি আপনার প্রিয়জনকে এসএমএস এর মাধ্যমে শুভেচ্ছা নিবেদন করতে পারেন।
বন্ধুরা ,হ্যাপি নিউ ইয়ার উইশ বিভিন্ন ছন্দ এবং কবিতা দিয়ে স্ট্যাটাস তৈরি করেছি আপনাদের জন্য। এখান থেকে আপনি নতুন বছরের শুভেচ্ছা স্ট্যাটাস কপি করে যে কাউকে পাঠাতে পারেন। আশা করছি এখান থেকে আপনি আপনার প্রিয় স্ট্যাটাসটি খুঁজে পাবেন।
Table of Contents
“নতুন সকাল নতুন দিন,নতুন করে শুরু, যা হয়না যেন শেষ,
নতুন বছরের অনেক শুভেচ্ছার,সাথে পাঠালাম তোমায় এই SMS”
“রং বে রঙে সাজছে জাতি
ডাক ঢোলের ছড়াছড়ি।
জীবনে আসুক নতুন প্রিতি
সুখে গড় জীবনটি।
❦~হ্যাপি নিউ ইয়ার~❦”
“নতুন বছরের নতুন দিনে
আপনাদের জানাই সুস্বাগতম
শুভ নববর্ষ”
নতুন পোশাক নতুন সাজ।
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন, মিষ্টি হাসি,
শুভেচ্ছা জানাই রাশি রাশি।
হ্যাপি নিউ ইয়ার
পুরানোকে বিদায় জানিয়ে,
নতুনকে বরণ করে,
আপনার পুরো বছরটা
হাসি-খুশির মধ্যেদিয়ে কেটে যাক।
শুভ নববর্ষ
নতুন বছর আপনার জীবনে
সুখ, সমৃদ্ধি ও সুসাস্থ নিয়ে আসুক
এই আশায় আপনাকে
শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।
“New year দিচ্ছে উঁকি,
আর মাত্র কিছুক্ষন বাকি,
গাছে গাছে উড়ছে পাখি,
বন্ধু তোমায় বলে রাখি
❦~Happy New Year~❦”
“একটা সম্পূর্ণ নতুন
বছরের অনেক অনেক
শুভেচ্ছা জানাই
তোমাকে ও তোমার পরিবারকে
হ্যাপি নিউ ইয়ার”
“শুধু প্রথম দিন নয়,
বছরের প্রতিটি দিন যেন
তোমার সুখে কাটে..
হ্যাপি নিউ ইয়ার
❦~1429~❦”
“আগামী বছরটা যেন তোমার
গত বছরের চেয়েও ভালো কাটে
সেই সমস্ত সুখ ও আনন্দ
যা তুমি গত বছরে পাও নি,
তা যেন এই বছরে পাও
হ্যাপি নিউ ইয়ার ”
“নতুন বছোরের নতুন দিন,
অল্পো কিছু শুভেচ্ছা নিন।
দুঃখ গুলো ঝেড়ে ফেলুন,
নতুন কিছু স্বপ্নো গড়ুন।
নতুন বছর নতুন আশা,
রইলো কিছু ভালোবাসা।”
“ফুরিয়ে গেলাে একটি বছর,
সময় হল বিদায় বেলার,
নতুন দিনে নতুন ভাবে
দেখা হবে দুজনে আবার।
❦~Happy New Year~❦”
“নতুন বছরে পুরানাে প্রেমে
নতুন করে ডুবি।
নতুন বছরে তােকে
আবার নতুন করে খুঁজি।”
আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
আপনার জীবনটি নতুন বছরে উজ্জ্বল হয়ে উঠুক।
শুভ নববর্ষের শুভেচ্ছা।
“নতুন সূর্য, নতুন গান।
নতুন সুর, নতুন প্রান।
নতুন ঊষার নতুন আলো।
নতুন বছর কাটুক ভালো।
কাটুক বিষাদ আসুক হর্ষ।
শুভ হোক নববর্ষ।”
আমার তরফ থেকে আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
নতুন বছরের দিনটাকে আনন্দের সাথে উপভোগ করুন।
“নতুন পোশাক নতুন সাজ।
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন মিষ্টি হাঁসি।
শুভেচ্ছা জানাই রাশি রাশি।
❦~শুভ নববর্ষ~❦”
“নতুন সুর্য, নতুন বছর,
নতুন ভাবে নতুন আলাে,
তােমরা সবাই থেকো ভালাে।
❦~শুভ নববর্ষ~❦”
“ফুল ফুটেছে বনে বনে,
ভাবছি তোমায় মনে মনে,
বলছি তোমায় কানে কানে…
❦~শুভ নববর্ষ~❦”
“পান্তা ইলিশ, আর ভর্তা ভাজি
বাঙ্গালীর প্রান।
নতুন বছরে সবাই গাইবো
বৈশাখের গান।
এসো হে বৈশাখ এসো এসো।
❦~শুভ নববর্ষ~❦”
“ইলিশ মাছের ৩০ কাঁটা।
বােয়াল মাছের দাড়ি।
বৈশাখ মাসের ১ তারিখে
আইসাে আমার বাড়ি,
ছেলে হলে পানজাবি মেয়ে,
হলে শাড়ি।
করবো বরন বন্ধু তােমায়,
আইসাে আমার বাড়ি।
❦~শুভ নববর্ষ~❦”
“বন্ধু হও, শত্রু হও,
যেখানে যে কেহ রও,
ক্ষমা করাে আজকের মতাে
পুরাতন বছরের সাথে,
পুরাতন অপরাধ যতাে।
❦~শুভ নববর্ষ~❦”
“বছর শেষের ঝরা পাতা
বললো উড়ে এসে,
একটি বছর পেরিয়ে গেলো
হওয়ার সাথে ভেসে,
নতুন বছর আসছে তাকে
যত্ন করে রেখো,
স্বপ্ন গুলো সত্যি করে
ভীষণ ভালো থেকো।
❦~Happy New Year~❦”
“নতুন বছর আসুক নিয়ে
নতুন নতুন আশা।
পৃথিবীতে ছড়িয়ে দিক
শুধুই ভালোবাসা।
হানা হানি ভেধা ভেধ
সব কিছু ভুলি।
এসো সবাই মিলে
মিশে সৎ পথে চলি।
❦~Happy New Year~❦”
“কথার শেষে নতুন বেশে,
আসছে কোন ভেলা আনন্দে ভেসে,
নতুন ছোঁয়া আসছে প্রকৃতির মাঝে,
তাই মন সেজেছে রঙিন বেশে।
শুভ হোক নতুন বছর।”
“নতুন আশা নতুন প্রান,
নতুন সুরে নতুন গান।
নতুন জীবনের নতুন আলাে,
নতুন বছর কাটুক ভালাে।
❦~শুভ নববর্ষ~❦”
“বাউল গানের সান্ধ্য তালে,
নতুন বছর এসেছে ঘুরে।
উদাসী হাওয়ার সুরে সুরে
রাঙ্গা মাটির পথটি জুড়ে।
❦~শুভ নববর্ষ~❦”
“নতুন বছর আসুক নিয়ে
অনেক অনেক খুশি,
সেই খুসিতেই হৃদয়
ভরুক মাতুক বিশ্ববাসী,
তােমরা সবাই ভালাে থাকো,
এই কামনা করি,
নতুন বছরের শুভেচ্ছা ছাড়া
আর কিবা দিতে পারি।
❦~শুভ নববর্ষ~❦”
“বন্ধু হও, শত্রু হও,
যেখানে যে কেহ রও,
ক্ষমা করাে আজকের মতাে
পুরাতন বছরের সাথে,
পুরাতন অপরাধ যতাে।
❦~শুভ নববর্ষ~❦”
আগের সব কষ্ট , করে ফেল নষ্ট
নতুন দিনে সবার প্রানে
কেউ রেখো না দুঃখ মনে
শুভ হোক নতুন দিন
খুশি যেন না হয় বিলীন ।
“পুরানাে সব স্মৃতি করে
ফেল ইতি,
পুরানাে সব কষ্ট করে
ফেল নষ্ট,
পুরানাে সব বেদনা আর
মনে রেখ না,
পুরােনের হয়েছে মরন
নতুন করে করো বরণ,
সব কিছু মুছে ফেল মন থেকে,
তাকাও নব সুর্যের দিকে
সূর্যটা হাঁসে, তােমায় ভালবাসে।
তাই তােমাকে আমি জানাই
নতুন বছরের শুভেচছা।”
সব নতুন শুরুগুলোই
একদিন না একদিন শেষ হয়ে যাবে…
তাকে স্মৃতির মণিকোঠায় স্থান দেওয়ার
সবচেয়ে ভালো উপায় হল
এমন কিছু ভালো কাজ করা যাতে
তা সারা জীবনের জন্যে তোমার মনে
জীবিত থাকবে!
হ্যাপী নিউ ইয়ার…2024
আমি এমন একটা আনকমন জিনিস
যার এসএমএস গুলো আনকমন
যার এসএমএস এর জন্য তুমি ওয়েট কর
যার এসএমএস গলো পুরনো কে ভুলায়
যার এসএমএস নতুন কে বরন করতে সেখায়, আমি কে জানো ?
আমি নতুন বছর । ( হ্যাপি নিউ ইয়ার )
“ইচ্ছে গুলি উড়ে বেড়াক,
পাখনা দুটি মেলে।
দিন গুলি তোর যাক না কেটে,
এমনি হাঁসি খেলে।
অপূর্ণ না থাক যেন,
তোর কোন শখ।
এই কামনার সাথে জানাই
শুভ পহেলা বৈশাখ।”
ঢাক ঢোল মাদলের তালে
রঙ বেরঙের মনের দেয়ালে
বাঙ্গালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে
হ্যাপি নিউ ইয়ার ২০২৪
নতুন বছরের নতুন সূর্য
বয়ে আনুক আপনার আনন্দ
নতুন বছরের নতুন আলো
জীবন হোক সবার ধন্য
নতুন বছরের নতুন আশা
সবাই মিলে বাধো সুখের বাসা
(( হ্যাপি নিউ ইয়ার ))
কথার শেষে নতুন বেশে
আসছে কোন ভেলা আনন্দে ভেসে
নতুন ছোঁয়া আসছে প্রকৃতির মাঝে
তাই মন সেজেছে রঙিন বেশে ।
শুভ হোক নতুন বছর ।
নতুন দিনের নতুন আলো
দূরে নিয়ে যাক নিকষ কালো
নতুন সূর্য নতুন প্রানে
বাজাও বাদ্য জীবন গানে
কাটুক আঁধার আলোর স্পর্শে ।
মেতে উঠুক মন নতুন বর্ষে ।
রং বে রঙে সাজছে জাতি
ডাক ঢোলের ছড়াছড়ি ।
জীবনে আসুক নতুন প্রিতি
সুখে গড় জীবনটি ।
** শুভ নববর্ষ **
নতুন প্রভাতের নতুন আলোকে
স্বাগত জানাই এই ধরণীকে ।
আনন্দ মনে বারিনু তোমারে
অগ্রিম শুভেচ্ছা জানাই সাধরে ।
মনে আসুক বসন্ত, সুখ হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত.
আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত!
শুভ নববর্ষ 2024
শুধু প্রথম দিন নয়,
বছরের প্রতিটি দিন যেন তোমার সুখে কাটে..
হ্যাপি নিউ ইয়ার..2024
সকলের মন থকে হিংসা-দ্বেষ পালিয়ে যাক বহু দুরে…
তার জায়গা নিক সততা,
বিশ্বাস ও ভালবাসা..
পৃথিবীতে আজ ভালবাসার সত্যিই খুব প্রয়োজন..
হ্যাপী নিউ ইয়ার..2023
সূখের জন্য ‘স্বপ্ন’, দুঃখের জন্য ‘হাসি’,
দিনের জন্য ‘আলো’, চাঁদের জন্য ‘নিশি’,
মনের জন্য ‘আশা’,
তোমার জন্য নতুন বছরে রইলো
আমার ‘ভালোবাসা’…
হ্যাপী নিউ ইয়ার..2024
মনের গভীর থেকে তোমার জন্যে রইলো
নতুন বছরের শুরুর অনেক অনেক শুভেচ্ছা…
নতুন বছরের প্রতিটি মাস,
প্রতিটি দিন,প্রতিটি ঘন্টা-মিনিট-সেকেন্ড যেন তোমার মনে
সঞ্চারিত করে খুশির জোয়ার…
জানাই তোমায়,
হ্যাপী নিউ ইয়ার 2024
বছর শেষের ঝরা পাতা বললো উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেলো হাওয়ার সাথে ভেসে, নতুন বছর আসছে তাকে যত্ন করে রেখো, স্বপ্ন গুলো সত্যি করে খুব-ই ভালো থেকো।
নতুন এই দিন,নতুন এই আলো,নতুন এই বছর ,নতুন কিছু ভালো ,নতুন কিছু কথা ,নতুন কিছু আশা ,নতুন করে জীবন নিয়ে নতুন স্বপ্ন দেখা। ~শুভ নববর্ষ ১৪২৮~
নতুন সূর্য, নতুন প্রান। নতুন সুর, নতুন গান। নতুন উষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে বাংলা নববর্ষের শুভেচছা।
পুরনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ পহেলা বৈশাখ ১৪২৯
নতুন আশা নতুন প্রাণ______♥ নতুন হাসি নতুন গান_______♥ নতুন সকাল নতুন আলো___♥ নতুন দিন হোক ভালো______♥ দুঃখকে ভুলে যাই___________♥ নতুনকে স্বাগত জানাই______♥ ________শুভ নববর্ষ ১৪২৯
তোমার জন্য সকাল দুপুর, তোমার জন্য সন্ধ্যা, তোমার জন্য সকল গোলাপ, সব রজনীগন্ধা, তোমার জন্য সব সুর, তোমার জন্য ছন্দ, নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ… “শুভ নববর্ষ ১৪২৯”
দিনগুলি যেমনই হোক, ঠিকই যায় কেটে। তবুও বল কি লাভ, পুরনো স্মৃতি ঘেটে। এ বছর পূর্ন হোক, তোমার সকল আশা। নববর্ষের এটাই আমার প্রত্যাশা। শুভ নববর্ষ-১৪২৯!!
আকাশের সব নীল দিয়ে, প্রভাতের সব লাল দিয়ে, হৃদয়ের সব অনুভুতি দিয়ে, অরন্যের সব সবুজ দিয়ে, সমুদ্রের সব গভীরতা দিয়ে তোমাকে জানাই…শুভ নববর্ষ!!
পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রান। পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর বিনোদনময়! এই কামনায় তোমাদের জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা!
ঝরে গেল আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সব মলিনতা । বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ, মন থেকে আজ জানাই তোমায় “শুভ নববর্ষ”। নতুন পোশাক নতুন সাঁজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন মিষ্টি হাঁসি। শুভেচ্ছা জানাই রাশি রাশি॥
ইলিশ মাছের ৩০ কাঁটা”♣♥”বোয়াল মাছের দাড়ি.♣!!! ♥বৈশাখ মাসের ১ তারিখে”♣ ♥আইসো আমার বাড়ি.♣!!! ♥ছেলে হলে পাঞ্জাবি”♣ ♥মেয়ে হলে শাড়ি.♣!! ♥করব বরন বন্ধু তোমায়”♣ ♥আইসো আমার বাড়ি.♣!!! [[আপনাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪২৯
উদিত রবির প্রথম আলো দূর করবে সকল কালো। মাতবে মন আনন্দধারায় সবাই হবে বাঁধনহারা। দিনটি হোক তোমার তরে মন ভরে উঠুক খুশির ঝরে। শুভ পহেলা বৈশাখ-১৪২৯
দিনগুলি যেমনই হোক, ঠিকই যায় কেটে। তবুও বল কি লাভ, পুরনো স্মৃতি ঘেটে। এ বছর পূর্ন হোক, তোমার সকল আশা। নববর্ষের এটাই আমার প্রত্যাশা।
নতুন সূর্য, নতুন প্রাণ। নতুন সুর, নতুন গান। নতুন ঊষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ ১৪২৯।
মুছে যাক সকল কলুষতা
শান্তির বার্তা নিল খামে পাঠালাম
সুদিনের সুবাতাস তোমায় দিলাম
শুভ নববর্ষ 2024
মুছে যাক সকল কলুষতা
শান্তির বার্তা নিল খামে পাঠালাম
সুদিনের সুবাতাস তোমায় দিলাম
হ্যাপি নিউ ইয়ার…2024
নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো
শুভ নববর্ষ 202৪
পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম।
বন্ধু তুমি উড়ে দেখ পাবে সুখের ঘ্রান।
পুরনো সব কষ্ট করে ফেল নষ্ট।
নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর সমৃদ্ধিময়..
এই কামনায় তোমাই জানাই হ্যাপি নিউ ইয়ার। 2024
মিস্টি হাসি, দুষ্টু চোখ।
সবার সপ্ন সত্যি হোক।
জানাই সবাই কে আরেক বার
হ্যাপি নিউ ইয়ার।
হ্যাপি নিউ ইয়ার ২০২৪
সবকিছুরই একটা শুরু এবং শেষ থাকে..
কিন্তু কামনা করি নতুন বছরে তোমার আনন্দ এবং সুখ যেন কখনো শেষ না হয়…
হ্যাপি নিউ ইয়ার বন্ধু .2024
স্বপ্ন সাজাও রঙের মেলায়,
জীবন ভাষাও রঙিন ভেলায়।
ফিরে চলো মাটির টানে,
নতুন সুরে নতুন গানে।
নতুন আশা জাগাও প্রানে,
খুঁজে নাও বাঁচার মানে।
সবাই কে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
হ্যাপি নিউ ইয়ার ২০২৪
নতুন পোশাক নতুন সাজ।
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন, মিষ্টি হাসি,
শুভেচ্ছা জানাই রাশি রাশি।
হ্যাপি নিউ ইয়ার 2024
ভুল কে আজ দাও ছুটি,
বিবাদ কে আজ দাও বিদায়।
মনকে আজ শুদ্ধ কর,
শত্রুকে আজ বন্ধু কর।
এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন
আসো তবে হাত মিলাই ,
মনের সাথে মন মিলাই,
ভালবাসায় ধন্য হোক জীবন,
শুভ হোক তোমার আমার নববর্ষ 2024
কাটবে রাত, আসবে প্রভাত।
যাক পুরাতন, যাক মুছে যাক সব দুঃখ।
নতুন বছর, নতুন আশা,
সঙ্গে থাকুক ভালবাসা।
শুভ নববর্ষ 2024
কথার শেষে নতুন বেশে আসছে কোন ভেলা আনন্দে ভেসে।
নতুন বছর আসছে প্রকৃতির মাঝে,
তাই তো মন সেজেছে রঙিন বেশে।
শুভ নববর্ষ 2024
নতুন ভোর জেগে উঠছে নতুন সূর্যকিরণের সাথে…
নতুন সকাল জেগে উঠেছে মিষ্টি হাসির সাথে..
নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমায়,
নতুন বছর কাটুক তোমার অনেক আনন্দের সাথে…
হ্যাপি নিউ ইয়ার…2024
পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম।
বন্ধু তুমি উড়ে দেখ পাবে সুখের ঘ্রান।
পুরনো সব কস্ট করে ফেল নষ্ট।
নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর সমৃদ্ধি ময়।
এই কামনায় তোমাই জানাই
হ্যাপি নিউ ইয়ার 2024
ব্যাটারি লো,
নেটওয়ার্ক বিজি,
কল ওয়েটিঃ, মিস`ড কল,
নো আন্সার, মেমরি ফুল,
ব্যালেন্স জিরো,
এই সব কিছুর আগে তোমাকে জানাই
হ্যাপি নিউ ইয়ার 2024
ঘড়ির কাটা ১২ টা, মন যে আর মানে না।
তুমি বন্ধু ঘুমাও নাকি ? নতুন বছরের নতুন তারা,
দেখ করছে ঝলমল। দিচ্ছে নতুন এর সাড়া ।
তোমার জীবনের বাকি দিন গুলো হোক সুখ সমৃদ্ধি ময়,
এই কামনায় তোমায় জানাই শুভ নববর্ষ 2024।
চোখের পানি ফেলোনা,
বন্ধু তুমি কেদনা,
তোমাকে সবাই ভুলে গেলেও আমি তোমায় ভুলবো না।
(2023 কে সবাই হাসি খুসিতে বিদায় দাও)।
হ্যাপি নিউ ইয়ার 2024
নতুন পোশাক নতুন সাজ।
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন, মিষ্টি হাসি,
শুভেচ্ছা জানাই রাশি রাশি।
ফুল ফুটেছে বনে বনে…
ভাবছি তোমায় মনে মনে…
বলছি তোমায় কানে কানে…
হ্যাপি নিউ ইয়ার 2024
“নতুন সকাল নতুন দিন
নতুন করে শুরু,
যা হয়না যেন শেষ,
নতুন বছরের অনেক শুভেচ্ছার
সাথে পাঠালাম তোমায় এই SMS”, New Year Wishes এসএমএস ২০২৪
“নতুন বছরের নতুন দিনে
আপনাদের জানাই সুস্বাগতম
“রং বে রঙে সাজছে জাতি
ডাক ঢোলের ছড়াছড়ি।
জীবনে আসুক নতুন প্রিতি
সুখে গড় জীবনটি।
“New year দিচ্ছে উঁকি,
আর মাত্র কিছুক্ষন বাকি,
গাছে গাছে উড়ছে পাখি,
বন্ধু তোমায় বলে রাখি
পুরানোকে বিদায় জানিয়ে,
নতুনকে বরণ করে,
আপনার পুরো বছরটা
হাসি-খুশির মধ্যেদিয়ে কেটে যাক।
নতুন বছর আপনার জীবনে
সুখ, সমৃদ্ধি ও সুসাস্থ নিয়ে আসুক
এই আশায় আপনাকে
“একটা সম্পূর্ণ নতুন
বছরের অনেক অনেক
শুভেচ্ছা জানাই
তোমাকে ও তোমার পরিবারকে
“আগামী বছরটা যেন তোমার
গত বছরের চেয়েও ভালো কাটে
সেই সমস্ত সুখ ও আনন্দ
যা তুমি গত বছরে পাও নি,
তা যেন এই বছরে পাও
“শুধু প্রথম দিন নয়,
বছরের প্রতিটি দিন যেন
তোমার সুখে কাটে..
হ্যাপি নিউ ইয়ার
❦~2023~❦”, New Year Wishes এসএমএস ২০২৪
“নতুন বছরে পুরানাে প্রেমে
নতুন করে ডুবি।
নতুন বছরে তােকে
আবার নতুন করে খুঁজি।”, New Year Wishes এসএমএস ২০২৪
আজ দেখ নতুন সপ্ন,
ভুলে যাও সব পুরনো কস্ট।
আজ কর নতুন সব কল্পনা,
ভুলে যাও সব পুরনো যন্ত্রনা।
আজ থেকে শুরু হোক নতুন জীবন,
সুখের হোক সবার প্রতিটি ক্ষণ।
এই কামনা করি আমি সারাটা ক্ষণ।
হ্যাপি নিউ ইয়ার 2024
“নতুন বছোরের নতুন দিন,
অল্পো কিছু শুভেচ্ছা নিন।
দুঃখ গুলো ঝেড়ে ফেলুন,
নতুন কিছু স্বপ্নো গড়ুন।
নতুন বছর নতুন আশা,
রইলো কিছু ভালোবাসা।”, New Year Wishes এসএমএস ২০২৪
আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
আপনার জীবনটি নতুন বছরে উজ্জ্বল হয়ে উঠুক।
শুভ নববর্ষের শুভেচ্ছা, New Year Wishes এসএমএস ২০২৪
“ফুরিয়ে গেলাে একটি বছর,
সময় হল বিদায় বেলার,
নতুন দিনে নতুন ভাবে
দেখা হবে দুজনে আবার।
❦~Happy New Year~❦”, New Year Wishes এসএমএস ২০২৪
“নতুন সূর্য, নতুন গান।
নতুন সুর, নতুন প্রান।
নতুন ঊষার নতুন আলো।
নতুন বছর কাটুক ভালো।
কাটুক বিষাদ আসুক হর্ষ।
শুভ হোক নববর্ষ।”, New Year Wishes এসএমএস ২০২৪
“পান্তা ইলিশ, আর ভর্তা ভাজি
বাঙ্গালীর প্রান।
নতুন বছরে সবাই গাইবো
বৈশাখের গান।
এসো হে বৈশাখ এসো এসো।
❦~শুভ নববর্ষ~❦”, New Year Wishes এসএমএস ২০২৪
আমার তরফ থেকে আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
নতুন বছরের দিনটাকে আনন্দের সাথে উপভোগ করুন।, New Year Wishes এসএমএস ২০২৪
“ফুল ফুটেছে বনে বনে,
ভাবছি তোমায় মনে মনে,
বলছি তোমায় কানে কানে…
❦~শুভ নববর্ষ~❦”, New Year Wishes এসএমএস ২০২৪
“নতুন সুর্য, নতুন বছর,
নতুন ভাবে নতুন আলাে,
তােমরা সবাই থেকো ভালাে।
❦~শুভ নববর্ষ~❦”, New Year Wishes এসএমএস ২০২৪
“নতুন পোশাক নতুন সাজ।
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন মিষ্টি হাঁসি।
শুভেচ্ছা জানাই রাশি রাশি।
❦~শুভ নববর্ষ~❦”, New Year Wishes এসএমএস ২০২৪
My New Year Is Happy, Because You Are In My Life, You Have Been My Rock, Lover And Confident. I Am Very Happy That You Are My Wife. If I Could Relive The Past, I Would Not Have Taken So Long To Make You My Wife.
The Commencement Of A New Year Always Promises New Abundance And Happiness But Sometimes We May Meet Pitfalls On The Way. As The New Year Starts Let Us Ask For God’s Blessing To Safely Navigate Through This Year.
On This New Year My Wishes And Prayers Only For You God Bless U and May Year To Follow Be Amid The Best U Has Ever Spent. Wish U A Happy New Year 2016. I Love U.
Its time to add one more chapter to our beautiful love story. May this love live forever in our hearts and grow stronger by each year!
Life Is Full Of Challenges But Mother I Have Never Heard You Ever Complain For Being Our Mother. You Always Struggle To Make Us Happy And We Appreciate. Happy New Year
Careness of your lips, the fragrance of your breath, the warmth of your enbrace, being with you, feel like a dream I love you! Happy Women`s Day
If you hesitate when I hold ur hand, i will let you go. If you run away when I give you a kiss, i will let you go. But once you let me give you a hug, just once… I will never let you go.
My Lips Desire To Kiss You, My Eyes Desire To See You, My Hands Desire To Touch You, Every Part Of Me Desires You, Perhaps Because I Was Created Just For You! Wish U A Happy New Year Darling.
We Are Going To Celebrate Tonight, The Kids Are In Bed, And I Am Setting The Mood For Us To Get Our Groove On. Hurry Up ! And Come On Home And Let Me Wish You A Happy New Year.
2023 Has Come To An End, And You Are Still There. I Know That Even Though The Years May Come And Go, Your Love Is Everlasting. Thank You For That. Happy New Year My Lovely Wife.
Enjoy This Life Completely. I Love U My Darling With All The Perfume Of A Rose N With All The Lights In The Whole World, And Also With All The Kids Smiles My Hearty Love For U Only I Wish U Happy New Year 2024 My Darling.
The Gift Of A Sister Like You Can Only Be Described As Heavenly. You Are Amazing, Never Get Tired Of Me Nagging You And With A New Year Setting In, Expect More Nagging From Me. Happy New Year 2022
Forget About What Happened In 2023 And Look Forward To More Promising And Fulfilling Days In 2024. You Just Have To Believe That The Future Is Brighter. Happy New Year
May The Year 2024 Bring for You. Happiness,Success and filled with Peace, Hope and Togetherness of your Family and Friends. Wishing You a *HAPPY NEW YEAR 2024*
No Greeting Card Or A Gift Can Convey How Grateful I Am To Have Been Blessed With The World’s Greatest Father. I Love You Dad. Let Us Have One More Rocking Year. A Very Happy New Year.
As You Watch The Sun Of The Old Year Set To The West, May It Set With All The Negatives Of 2023. As That Of The New Year Rises From The East, May It Rise With The New Opportunities For 2024.
On a romantic day sardar`s girlfriend asks him, `Darling on our engagement day will you give me a ring?` Sardar : `Ya sure, from landline or mobile`.
Some People Have Fine Eyes, Some Have Nice Smiles And Others Have Nice Face. But U Have All Of Them With A Nice Heart. Wish U A Happy New Year With Whole Heart.
I Will Never Be Complete Without Your Love, Being Closer To Me Makes Me Feel Loved. I Thank God For Giving Me Such A Handsome Gift. It Is Because Of Your Love That Am Happy And Healthy, Happy New Year My Dear.
You Are A Man That I Can Marry Every Year, I Never Regret Being With You And This Year I Promise To Make You Even More Proud For Having Me As Your Wife. Happy New Year to my dearest hubby/husband.
panta ilish ar vorta vaji bangalir pran,
notun bochore sobai gaibo boisakher gan,
eso he boisakha eso eso, shuvo noboborshow.
ektu alo ektu adhar
batas gulo nodir buke dicche satar.
kichu dukkho kichu sukh
sobcheye sundor ei banglar mukh.
bangla borsher podarpone,
eso sanito hoi nobo prane.
shuvo noboborsho 1428
baul ganer sandho tale notun boshor eseche ghure,
udashi hawar shure shure ranga matir pothti jhure.
Shuvo nobobosrho 1428.
notun surjo notu gan,
notun shur notun prann.
notu ushae notun aloo,
notuun bochor katuk valo,
katu bishad asuk horsho,
shubo hok noboborsho.
dinguli jemoni hok thik e jay kete,
tobuo bolo ki lav, purono srity ghete.
e bochor purno hok tomar sokol asha.
noboborsher etai amar prottasha.
sukher srity rekho mone, mishe theko apon jone,
man oviman sov vule, khushir prodip rekho jele.
hajar surjo tomar cokhe, bondhu tumi theko sukhe.
Shuvo noboborsho
Abar Ashlo January Mash, Goromer Oboshane,
Notun bochorer Notun Hawa, Ushnota Dilo Prane.
Moner Shokol Glani Vulee, Jibon Ghoro notun Vabee,
Notun Notun Shopno Dekho Notun bochorer Tane.
Notunn shokal, notunn diin Notunn koree suru, Ja hoyy na jeeno sesh.
Notunn Bochoreer oneek Suvecchar Sathe patalam tumay ai SMS !
Nottun dineer notun aalo,
dure niye jhak nikos kalo,
notunn surjho notuun prane,
bajhao baddo jiibon gaane,
katuk adhar aalor sporshe,
metee uthokk monn notun borshe.
“Happy new year”
হ্যালো বন্দুরা, আশা করি আইটি পাগলার আজকের এই হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা স্ট্যাটাস গুলি আপনাদের অনেক ভালো লেগেছে। পোষ্টটি উপকারে এসে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে একটি শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারেন।
এরকমই নিত্য নতুন মজার মজার আপডেট ও তথ্য পেতে আমাদের আইটি পাগলা ডটকম ওয়েবসাইটটির সাথেই থাকুন ধন্যবাদ।
অন্য পোস্ট পড়ুন-