450+ জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস | Happy Birthday Status Bangla – Updated

1/5 - (1 vote)

হে ,আপনি কি ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপে শেয়ার করার জন্য অথবা প্রিয় মানুষদের উইশ করার জন্য কিছু জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বা Happy Birthday Status Bangla খুঁজছেন? তাহলে আইটি পাগলার আজকের এই আর্টিকেলে আপনাকে স্বাগতম।

কারণ আইটি পাগলার আজকের আর্টিকেলে আমরা কিছু জন্মদিনের স্ট্যাটাস, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু, বন্ধু জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ফানি, শুভ জন্মদিন প্রিয় বন্ধু স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।

তাহলে চলুন নিচে কিছু বাংলা শুভ জন্মদিন স্ট্যাটাস দেখে নেওয়া যাক।

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু | Happy Birthday Status Bangla

সারাজীবন যেন আমি তোর বন্ধু হয়ে পাশে থাকতে পারি। আজকের দিনটা অনেক মজায় উপভোগ করে কাটা। খুব ভালো থাকিস। জন্মদিনের শুভেচ্ছা বন্ধু ❤️❤️❤️।

স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক।

দু:খ গুলো দূরে যাক, সুখে জীবনটা ভরে যাক।

জীবনটা হোক ধন্য, শুভ কামনা তোমাদের জন্য।

❤️শুভ জন্মদিন❤️

এই বারেতে একটু খানি কাটিয়ে ঘুমের রেশ, চোখটি মেলে চেয়ে দেখো, আরও একটি বছর শেষ। শুভ জন্মদিন

জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই আমার জানা সুন্দর মানুষটিকে। তোমার একটা হাসিতে আলোকিতো হয় চারিদিকে, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য!

দারুন দিনটায় জানাই অভিনন্দন, চলার পথে সৌভাগ্যবান থেকো, আগামী জীবনটা আনন্দময় হোক এই আশা করি, আজ দিনটা ভালোভাবে উপভোগ করো। শুভ জন্মদিন

আল্লাহর আশীর্বাদে তোমার প্রতিটি দিন কাটুক, নতুন নতুন সুখের আতিশয্যে। আর তোমার চারিপাশে ছড়িয়ে থাকুক খুশির নানান আভাস।
শুভ জন্মদিন

আজকের এই দিনটি আমার কাছে সবসময় ব্রাইট এবং সুন্দর কারণ, আমার জীবনের ভালোবাসা এই দিনে জন্মগ্রহণ করেছে। ❤️জন্মদিনের অঢেল শুভেচ্ছা❤️

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বোন

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু

তোমাকে আমি অনেক ধন্যবাদ জানাই কারণ,,, তুমি এই দুনিয়ার সবচেয়ে ভালো বোন। তোমার চেয়ে এতো ভালো আমায় কেউ বলে না,,, তোর মতো কেউ আমায় এত ভালোবাসে না। আজ এই দিনে তোমায় জানাই আমি শুভ জন্মদিন

জানি তোকে অনেক জালিয়েছি…। তোর আনেক সময় নষ্ট করেছি…। জানি তোর সাথে আনেক ঝগড়া করেছি…। কিন্তু আমি তোকে সবচেয়ে ভালোবাসি আপু ❤️❤️❤️।

তুমি হয়তো পৃথিবীর সবচেয়ে ভালো মেয়েটি ছিলে,,, তবে আমি ভাগ্যবান যে আমি তুমার মতো মিষ্টি দুষ্ট একটা মেয়েকে ভোন হিসাবে পেয়েছি,,, জন্মদিনের শুভেচ্ছা বোন।

আজ তোমার বিশেষ দিন… অতীত এসে চলে গেছে,,, এবং শ্রেষ্ঠ বছর গুলো আসতে চলেছে… তোমাকে একটি লম্বা, আনন্দপূর্ণ এবং সুখী জীবনের শুভেচ্ছা জানাই,,, শুভ জন্মদিন ❤️❤️

মাঝে মাঝে ভাবি তোর জন্মদিনটা একটা জাতীয় ছুটি ঘোষণা করা উচিত,,, যেহেতু তুই আমাদের জাতীয় সম্পদ, যতদিন না সেটা হচ্ছে ততদিন অবধি,, আমরাই জানাই তোকে শুভ জন্মদিন ❤️

চাঁদের জন্য পূর্ণিমা… পাহাড়ের জন্য ঝর্ণা… নদীর জন্য মোহনা আর তোমার জন্য রইলো জন্মদিনের শুভকামনা।শুভ জন্মদিন

সূর্যের আলোর মতো আলোকিত হোক তোমার জীবন… তোমার আজকের দিনটি শুভ হোক। শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা ❤️❤️

আপু – তুমি আমার নিকট অনেক দামী,,, তোমার মত একটা বোন পেয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করি,,, শুভ জন্মদিন আপু

Also Read – Emotional Status Bangla

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ভাই

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ভাই

আপনার মতো বড় ভাই পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। আপনাকে আমি ভাই হিসাবে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। জন্মদিনের শুভেচ্ছা ভাই

শুভ জন্মদিন দাদা ভাই। আলোকিত হোক তোমার ভবিষ্যৎ। প্রতিটা দিন কাটুক সুন্দর ভাবে। সুখ দিয়ে পরিপূর্ণ হোক জীবন।❤️❤️

তুমি আমার সবচেয়ে কাছের মানুষ… আমার বেস্ট ফ্রেন্ড…। যদিও আমার জিনিস তোমার সাথে ভাগ করতে অপছন্দ করি,,,। তবুও তোমার সাথে কাটানো প্রতিটা মুহুর্ত আমি উপভোগ করি,,, তুমি আমার সবচেয়ে স্পেশাল মানুষ। শুভ জন্মদিন ভাই

সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক তোমার,,, পূরণ হোক প্রতিটি স্বপ্নপ্রতিটি আশা,,,, বেঁচে থাকো হাজার বছর ধরে। ***শুভ জন্মদিন ভাই***

আমি জীবনে সবসময় একজন মানুষকে আমার পাশে পেয়েছি। সে হলো আমার বড় ভাই। তোমার মতো ভাইকে পেয়ে গর্বিত,,, তোমাকে সবথেকে বেশি ভালোবাসি,,, ❤️❤️শুভ জন্মদিন বড় ভাই❤️❤️

বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

শুভ শুভ শুভদিন আজ তোমার জন্মদিন,শুভ হোক পথচলা,অটুট হোক কথাবলা,শুভ হোক তোমার প্রতিমুহূর্ত আর প্রতিদিন,

শুভ জন্মদিন।

আকাশে অনেক তারা চাদ দিচ্ছে আলো,জন্মদিনের মতন তুমি,সদাই থেকো ভালো শুভ জন্মদিন।

সমুদ্রের গভির থেকে নয়,নিলীমার নীল থেকে নয়,সাগরের জল থেকে নয়,অন্তরের গভীর থেকে বলছি শুভ জন্মদিন।

যেদিন তুই ল্যাংটো ছিলি সেদিনই তোর বন্ধু ছিলাম,

যেদিন তুই প্যান্ট পড়তে শিখলি সেদিনও তোর পাশে ছিলাম।

আজও আছি সেই পাশাপাশি,

জিবনের শেস দিনও বন্ধু তোকেই ভালোবাসি,

শুভ জন্মদিন।

শুভ জন্মদিন বন্ধু দোয়া করে দিলাম,

তুই একটা শাকচুন্নির মত সুন্দরি বউ পাবি।

তোর জন্য ভালোবাসা, আর উপহার লক্ষ গোলাপ জুই,

শত দিন পরেও বন্ধু থাকবি পাশে তুই,

শুভ হোক প্রতিদিন শুভ জন্মদিন।

আজ তােমার জন্মদিন
এলাে খুশির শুভদিন।
সর্বদা থাকে যেনাে তােমার মন,
এমনি আনন্দে রঙিন।
! Happy Birthday bondhu !

Also Read – হ্যাপি নিউ ইয়ার ২০২৪ স্ট্যাটাস

প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

নতুন সকাল , নতুন দিন,
নতুন করে শুরু, যা হয় না যেন শেষ.
জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে
পাঠালাম তোমায় এই এস এম এস !
! শুভ জন্মদিন !

আজকের এই সময়টা,
শুধু তোমার জন্য আর
কারো নয়।
! শুভ জন্মদিন !

তোমার জন্য প্রার্থনা করি,
১২ মাস আনন্দের,
৫২ সপ্তাহ খুশির,
৩৬৫ দিন সাফল্যের
৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য,
আর ৫২৬০০ মিনিট সৌভাগ্যের !
! শুভ জন্মদিন !

জন্মদিনে কি বা দিবো
তোমায় উপহার ?
বাংলায় নাও ভালোবাসা
হিন্দিতে নাও পেয়ার।
! শুভ জন্মদিন !

রাজার আছে অনেক ধন,
আমার আছে সুন্দর মন,
পাখির আছে ছোট্ট বাসা,
আমার মনে একটি আশা,
দিবো তোমায় ভালোবাসা।
! HAPPY BIRTHDAY !

তোমার কথা ভাবতে ভাবতে
হয়না যেন দিন শেষ,
জন্মদিনের শুভক্ষণে তোমায়
পাঠালাম এই SMS
! শুভ জন্মদিন !

আজকের এই বিশেষ দিনে
হয়ে ওঠো আরো নবীন,
ভালবেসে জানাই তোমায়ে
! শুভ জন্মদিন !

চাঁদের জন্য পূর্নিমা,
পাহাড়ের জন্য ঝর্না,
নদীর জন্য মোহনা,
আর তোমার জন্য রইলো
জন্মদিনের অনেক
অনেক শুভ কামনা।
! Happy Birthday !

রূপ কোথার রানী তুমি,
২ নয়নের আলো,
সারা জীবন এমন করে
বেশে যাবো ভালো।
তুমি আমার জীবন মরন,
আমার চলার সাথি।
তোমাকে ছারা ১ লা আমি
কি করে থাকি ?
! শুভ জন্মদিন !
Janu

কোন রাজার সিংহাসন
থেকে নয়,
হিমালয়ের পাদদেশ
থেকে নয়।
৭ সমুদ্র ১৩ নদীর ওপাড়
থেকে নয়,
আমার হৃদয়ের ছোট্ট কুঠির
থেকে জানাই শুভ জন্মদিন।

Romantic ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা

প্রিয়তমা, আজ তোমার জীবনের সবথেকে বিশেষ এবং আমার জন্যে গুরত্বপূর্ণ একটি দিন। এদিনটিকে মনে রাখার মত করে উদযাপন করার সময় এসে গেছে। শুভ জন্মদিন সোনা।

পৃথিবীর সবথেকে মধুর এবং অনিন্দ সুন্দর একজন মানুষের জন্মদিন আজ। শুভ জন্মদিন তোমায়। তোমার জন্যে কোনো উপহারের প্রয়োজন আছে কিনা জানিনা, তবে এতটুকু জানি, তুমিই আমার জীবনের সবচেয়ে বড় উপহার।

সৃষ্টিকর্তা তোমার সমস্ত বিলাসী ইচ্ছা পূরণ করুক, আর আজীবন তোমার সৌন্দর্য স্থায়ী করুক। শুভ জন্মদিন এখন পর্যন্ত আমার জানা সবচেয়ে সুন্দরী মানুষটির। জন্মদিনে আমার সোনাটার জন্যে রইলো অগণিত ভালোবাসা।

যদি আমি পৃথিবীর সবথেকে উজ্জ্বল আলোটি নিয়ে বাহিরে বের হয়ে পড়ি, আর তোমার মতো একটি মেয়েকে খোঁজার চেষ্টা করি, আমি নিশ্চিত যে, তোমার মত দ্বিতীয় কোনো মেয়েকে আমি খুঁজে পাবোনা। কারন তুমি একজনই। শুভ জন্মদিন লক্ষী প্রিয়তমা আমার।

আমার একরঙা জীবনে তুমি লাখো রঙ জমিয়েছো। তুমিই আমার শূন্যতার রংধনু। আমার জীবনে একমাত্র এবং সর্বশেষ ভালোবাসাটিকে জানাই জন্মদিনের হাজারো শুভেচ্ছা। শুভ জন্মদিন।

তুমি যদি পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহেও জন্মগ্রহণ করতে, তবে আমি সেই গ্রহ পর্যন্ত পৌঁছে যেতাম, তোমায় ভালোবাসার জন্যে। তোমায় ভালোবাসার শেষ হবেনা। অবিস্মরণীয় একটি জন্মদিন কাটুক তোমার। শুভ জন্মদিন প্রিয়তমা।

প্রিয়তমা, তোমার জন্মদিনে আমি একটি দৃঢ় প্রতিজ্ঞা করতে চাই, আর তা হলো, ভবিষ্যতে আমরা যেখানেই থাকিনা কেনো, তোমার যেকোনো প্রয়োজনে আমি তোমার ঠিক পেছনেই থাকবো। যা কিছুই হয়ে যাক। শুভ জন্মদিন সোনা।

তোমার জন্মদিন টি আমার জন্যে সবচেয়ে বিশেষ এবং লোভনীয় একটি দিন। এদিনই তুমি দুনিয়ায় এসেছিলো। বিশেষ এই দিনে জন্মদিন উৎযাপনের সাথে সাথে আমি তোমার গভীরতম ভালোবাসাও পেতে চাই। শুভ জন্মদিন প্রিয়।

তোমার জন্মদিন শেষ হওয়ার একদম শেষ সেকেন্ড পর্যন্ত আমি আমার উত্তেজনা ধরে রাখতে পারিনি। তোমার জন্মদিনেই আমরা আমাদের সবথেকে সুন্দর সময় কাটিয়েছি। শুভ জন্মদিন আবারো তোমায়।

মানুষ প্রেমে পড়ে কেনো জানিনা। আমার প্রেমে পড়ার কারনও আমি জানিনা। তবে এতটুকুই জানি, তোমার ভালোবাসায় আমি জেগে উঠেছি বারংবার। কলিজার টুকরা, শুভ জন্মদিন তোমায়।

ভালোবাসার মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

হে প্রিয়তম, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমায় চাইবো, এবং আমার হাত শুধুই তোমার জন্যে কবিতা লিখবে। বিশ্বের সবচেয়ে বিস্ময়কর মানুষটিকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন।

আমার মনে হয়না, তোমার প্রিয় জায়গাটিতে গিয়ে কেক কাটার চেয়েও তোমার জন্মদিন উদযাপনের ভালো কোনো রাস্তা আছে। হে প্রিয়, চলো আমরা একটি দুঃসাহসিক এডভেঞ্চারে নেমে পড়ি আর তোমার জন্মদিনের উদযাপন করি। শুভ জন্মদিন।

তোমার জন্মদিন সৃষ্টিকর্তার কাছে আমার প্রার্থনা, তুমি যা চাও, তাৎক্ষণিক যেনো তাই পাও। কারন আমি আমার রানী কে কোনো কিছুর জন্যে অপেক্ষা করতে দেখতে চাইনা। শুভ জন্মদিন আমার জীবনের প্রথম এবং শেষ প্রেম।

প্রিয়তম, বরফে ঢাকা পাহাড়ে জন্মদিন উদযাপনের যে স্বপ্ন তুমি বরাবর দেখে আসছো, তা যেনো অতি শীঘ্রই পূরণ হয়। আর সঙ্গী যেনো আমি হতে পারি। শুভ জন্মদিন প্রিয় সোনা আমার।

আজ আমার চোখের আবেদন আর হৃদয়ের স্পন্দনের জন্মদিন। তোমাকে ছাড়া আমার জীবন বর্ণহীন এবং প্রেমহীন। শুভ জন্মদিন, প্রিয়তমা।

তুমি আমার কাছে আবেগের থেকেও বেশি কিছু। তুমি হলে সেই মাদক, যে মাদক ছাড়া আমি বাঁচবোনা। আমার একমাত্র ভালোবাসাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। সৃষ্টিকর্তা তোমায় সুস্বাস্থ্য এবং সর্বোচ্চ সাফল্য দান করুক। শুভ জন্মদিন।

আমি আমার ভাগ্যকে এখনো বিশ্বাস করতে পারছিনা এই ভেবে যে, তোমার মতো এত সুন্দর, বুদ্ধি মতি, জ্ঞানী একজন মানুষ আমার প্রিয়তমা। এটা স্বপ্ন নয় এটা বিশ্বাস করার জন্যে নিজেকে চিমটি কেটে দেখি। না এটা বাস্তব। তুমি আমার জীবনে আশীর্বাদ স্বরুপ। শুভ জন্মদিন সোনা।

তোমার জন্মদিনে তোমার প্রাপ্য সেরা উপহারগুলি হলো আমার অবিরাম আলিঙ্গন, চুম্বন এবং আজীবন তোমার সাথে থাকার দৃঢ় একটি প্রতিশ্রুতি। বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়েটিকে জন্মদিনের শুভেচ্ছা!

যেদিন থেকে আমরা এই ভালোবাসার সম্পর্কের মধ্যে প্রবেশ করেছি সেই দিনটি থেকে পুরো পৃথিবী আমার জন্যে সম্পূর্ণ বদলে গেছে। তোমার সাথে আমার জীবন অনেক সুন্দর এবং নির্মল। শুভ জন্মদিন সুন্দরী!

ভালোবাসার মানুষকে জন্মদিনের জন্য এস এম এস

প্রিয় প্রেম, আজ তোমাকে বলার সেরা একটি দিন যে, তুমি আমার জীবনকে বেঁচে থাকার যোগ্য করে তুলেছো। তুমি আমার বহুবর্ষজীবী সুখের উৎস। আমার আত্মার সাথীকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন।

নিঃসন্দেহে, তুমি আমার জীবনে পাওয়া সবচেয়ে বিশেষ জিনিস এবং আমার জীবনে তোমাকে পাওয়াটা একটি পরম আনন্দের বিষয়। আমার মিষ্টি প্রেমিকাকে জানাই শুভ জন্মদিন!

তুমিই একমাত্র ব্যক্তি, যার মধ্যে আমি সম্পূর্ণ বিলীন হগে গিয়েছি। মিশে গিয়েছি তোমার শিরায় শিরায়। আমাদের দুটি দেহ হলেও আত্মা একটিই। শুভ জন্মদিন সোনা।

সোনা, তুমি হলে মধুতে থাকা মিশে থাকা মিষ্টি, ফুলে মিশে থাকা সুভাষ এবং আমার শরীরে মিশে থাকা প্রাণ। শুভ জন্মদিন প্রিয়তমা।

প্রিয়তমা, তুমি আমায় সত্যিকারের ভালোবাসা শিখিয়েছো, পাশাপাশি এটাও শিখিয়েছো যে একটা ভালোবাসার সম্পর্ক কিভাবে পৃথিবীর সব থেকে মধুর তম সম্পর্ক হতে পারে। আজকের এই দিনটি তোমার শুভ হোক। শুভ জন্মদিন।

আমাদের সবচেয়ে বিশেষ বিষয় হল, তোমার এবং আমার জন্মদিন একই তারিখে পড়ে। আসো আমাদের জন্মদিন উদযাপনকে বড়, আরও ভাল এবং স্মরণীয় করে তুলি। শুভ জন্মদিন, প্রিয়তমা সঙ্গিনী আমার।

আমার অন্ধকার দিনগুলিতে, তুমি সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। আমার খারাপ দিনগুলোতে তুমি অনুপ্রেরণার উৎস, তোমাকেই আমার সবচেয়ে বেশি প্রয়োজন। আমার জান, আমার জীবনসঙ্গীকে জন্মদিনের শুভেচ্ছা।

মাঝে মধ্যে তোমায় দেখলে মনে হয় তুমি অতি রাগি কেউ একজন, আবার এমনও মনে হয় তুমি একটি শান্তির পাহাড়। তুমি হলে সৌন্দর্য এবং নির্মলতার প্রতীক। বিশ্বের সবচেয়ে জমকালো মেয়েটির জন্যে শুভ কামনা। শুভ জন্মদিন।

নিরঙ্কুশ সুখ, ভালবাসা, অসাধারণ এবং জীবনের সেরা জিনিসগুলিই তোমার প্রাপ্য। তুমি অনন্যা। তুমি সুন্দর। শুভ জন্মদিন সোনা।

প্রাক্তন প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা

ভুল মানুষের জীবনেই হয়। আমিও হয়তো ভুল করেছিলাম। কিন্তু তুমি পারতে আমাকে ক্ষমা করে দিতে। আজকের জন্মদিনে তোমার কাছে একটাই চাওয়া, ফিরে এসো হে প্রিয়তমা। আমি তোমাকে অনেক ভালোবাসি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

আজকে তোমার বিশেষ দিন। মনে পড়ে জন্মদিনে তোমাকে গোলাপ দিয়েছিলাম। তোমার দেয়া চিঠি এখনো রয়ে গেছে আমার কাছে। আমি জানি আমার দেওয়া ফুলের শুকনা পাপড়িও রাখনি তুমি। রাখবেই বা কেন বল? আশা করব তোমার ভবিষ্যৎ জীবন সুন্দর হবে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

তোমার সহজ সরল আচরণ আমায় বারবার মুগ্ধ করে, তোমার ভালোবাসা আমায় উদাসী করেছে।যতদিন বেঁচে থাকবো ততদিনই আমি নতুন করে তোমার প্রেমে পরতে চাই। শুভ জন্মদিন ডেয়ার।

বসন্তের কোকিলের কুহু কুহু সুর, চারিদিকে রঙ বেরঙের ফুলের সমারোহ আর আমার অফুরন্ত ভালোবাসা নিয়ে তোমায় জানাই জন্মদিনের শুভেচ্ছা। হাজার বছর বেঁচে থাকো, ভালোবাসায় ভরে উঠুক তোমার জীবন।হ্যাপি বার্থডে মাই ডেয়ার।

Best Friend Birthday Wishes in Bengali

তোমায় ছাড়া বন্ধু আমার কাটে নাকো বেলা
মন করে তোমার সাথে করি শুধু খেলা

মন থেকে বলছি তোমায় থাকো তুমি ভালো
তুমি যে আমার দু নয়ন এর আলো
শুভু জন্মদিন বন্ধু


অল্প অল্প বৃষ্টি থেকে পুকুর
যেমন ভরে
ছোট্ট ছোট্ট গল্প থেকে বন্ধুত্বের
মায়া ঢালে
তোমার পাশে আছি আমি থেকো
তুমি সুখে
দেখতে চাই হাসি তোমার ওই
সুন্দর মুখে

বন্ধু তোমার আজ জন্মদিন
এল বছরের সেই শুভ দিন
সুখে থেকো বন্ধু তুমি
তোমার জীবন হোক অনেক রঙিন

সব বোঝাবুঝির পরেও
আছি আমরা একসাথে বন্ধু হয়ে
এইভাবে থাকি যেন
আমরা সারা জীবন ধরে
শুভ জন্মদিন বন্ধু

নিতে চাই না আমি তোর কোন সুখের ভাগ
তুই যদি দুঃখে থাকিস তবে দিস আমায় ডাক
দেখব আমি তোর খুশি সেই দেখে ফুটবে আমার মুখে হাসি
তোর জন্য দিতে পারি আমি গলায় ফাঁসি

আশা করি আজকের দিনের মতন
তোর আগামী দিনগুলো
হাসিতে খুশিতে ভরে উঠুক
তোর যেন জীবনের সব
আশা পুরন হয়
জন্মদিনের অনেক অনেক
প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন রইলো

আরো একবছর বুড়ো
হয়ে যাওয়ার জন্য
অনেক অনেক শুভেচ্ছা
এই ভাবেই তুই
বুড়ো হতে থাক

সর্বশেষ

তাহলে বন্ধুরা, আশা করি আইটি পাগলার আজকের শুভ জন্মদিন প্রিয় বন্ধু স্ট্যাটাস, বন্ধু জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ফানি, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাসসমূহ আপনাদের ভালো লেগেছে। আরও কি ধরনের স্ট্যাটাস আপনারা পেতে চান, তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।

Trick Bongo Google news
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *