Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
আইটি পাগলার আজকের শুভ রাত্রি রোমান্টিক মেসেজ (Good Night Status Bangla) পোস্টে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করব গুডনাইট মেসেজ সম্পর্কে। আপনি নিশ্চয় আপনার প্রিয় মানুষ কে, বন্ধুবান্ধব কিংবা আত্মীয়-স্বজনকে শুভরাত্রি মেসেজ পাঠাতে চাচ্ছেন। তাহলে আজকের এই আর্টিকেল টি আপনার জন্য হতে পারে সেরা একটি আর্টিকেল।
প্রিয়জনকে শুভরাত্রিতে কি লিখে শুভেচ্ছা বিনিময় করব তা আপনারা অনেকেই ভেবে পান না। আর তাই আজ আপনাদের সময় বাঁচানোর জন্য আইটি পাগলা আপনাদের জন্য শুভ রাত্রি রোমান্টিক বার্তা নিয়ে হাজির হয়েছে। এখানে আপনারা আপনাদের পছন্দের শুভ রাত্রির মেসেজ পেয়ে যাবেন।
আপনার পছন্দের শুভরাত্রি রোমান্টিক মেসেজ কপি করে নিয়ে আপনার বন্ধুবান্ধব কিংবা প্রিয় মানুষকে পাঠাতে পারেন।
অন্য পোস্ট পড়ুন-
হ্যাপি নিউ ইয়ার ২০২৪ স্ট্যাটাস
Table of Contents
রাত শুধু আধার নয়, একটু খানি আলো। রাত শুধু খারাপ নয়, স্বপ্ন গুলো ভালো। তাই ঘুমিয়ে পর, ভাল থেক। শুভ রাত্রি
ভোরের আলো উঠবে ফোটে রাতের অবসানে, তোমায় আবার জাগতে হবে নতুন আলোর টানে, নতুন দিনে চলতে হবে নতুন পথের যাত্রী, ক্লান্ত ক্ষনে তাইত জানাই এবার…শুভ রাত্রি
নিরব নিস্তব্ধ এই রাতে, আমি জেগে আছি ঐ জোনাকি পোকার সাথে। দেখেছি আমি ঐ দূর আকাশের চাঁদ, এইভাবে কেটে যায় আমার দুঃখ ভরা রাত…. শুভ রাত্রি
আমার কথা না ভেবেই তুমি ঘুমিয়ে পরবে এটা হতে পারে না.. ঘুমাতে গেলে আমার কথা তোমার মনে পর্বেই.. তোমার মন কে তুমি বাধা দিতে পারবে না. এটাই হল ভালবাসা. শুভ রাত্রি
আকাশ জুড়ে তারার মেলা আর চাঁদের খেলায় ভোলা মন । মন চাইছে খুশি থাকুক আমার আপনজন । নীল রঙ্গের আকাশ এখন দেখা যাচ্ছে কালো, আমি আছি বিন্দাস আর তোমরাও থেকো ভালো । শুভ_রাত্রী
আকাশ এখানে অসীম নীল ডানা মেলে উড়ে যায়, স্বপ্নের গাংচিল স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়, ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায় এই দিগন্ত, চোখের সীমানায় কেউ কি ডাকে? নিশ্চুপ গভীর মায়ায়? –শুভ রাত্রি–
যদি পৃথিবীর সব রং মিশে গিয়ে কালো হয়ে যায় তবুও তুমি রঙ্গিন থাকবে , কারন চোখ বন্ধ করলেই তোমায় রাজ কন্যার মত দেখি … — শুভ রাত্রি
সন্ধ্যা তোমার লালচে আকাশ, মনের ভুলের রাতে। না ঘুমোনো তারা কিছু, জাগবে তোমার সাথে । শুভ_রাত্রি
ভরের আলো উঠবে ফুটে রাতের অবসানে, তুমায় আবার জাকতে হবে নতুন আলোর টানে, নতুন দিনে চলতে হবে নতুন পথের যাত্রী, ক্লান্ত ক্ষনে তাইতো জানাই শুভ রাত্রী
সবার চোখে ঘুম এখন নীরব রাত, আমার চোখে ঘুম নেই কেনো বলতে পারো ? কোন শুখের আসায় আমার এই রাত জাগাঁ ? কেনো মন আজ দিশে-হারা। গুড_নাইট।
যদি চাদে না থাকে কলঙ্ক, মনে যদি না থাকে বেথা, তোমার বাড়ি যদি হতো কাছে- আমি রোজ বলতে আসতাম একটা কথা । ((( গুড নাইট )))
মিষ্টি মিষ্টি রাত, আকাশে নেই চাঁদ মেঘে ঢাকা আকাশ, ঠাণ্ডা ঠাণ্ডা বাতাস ঘুমিয়ে গেছে পাখি, মিটি মিটি আলো দেয় জোনাকি তোমাদের কে জানাই শুভরাত্রি
ভালো থাকো বন্ধু তুমি, ভালো রাখো মন, মন যদি চাই তবে করিও স্মরণ, রাখো যদি বন্ধু আমায় তোমার মনে, পাবে তবে আমায় খুঁজে তোমার স্বপনে।
নিভলো আলো, রাত্রি এলো, আকাশ হলো কালো, এক ফালি চাঁদ হাসছে দেখো, বলছে থেকো ভালো, রাত তো অনেক হলো, এবার ঘুমাতে যাও, পাহারা দেবে এক ফালি চাঁদ, নিশ্চিন্তে ঘুমাও। শুভরাত্রী
হারিয়ে যাও ঘুমের দেশে, স্বপ্নগুলা দেখছে এসে। জড়িয়ে ধরো কোলের বালিশ, জানাও তোমার মিষ্টি নালিশ। মনটা হটাৎ বলছে এসে, যাবে নাকি পরীর দেশে! শুভ রাত্রী
যদি চাদে না থাকে কলঙ্ক,
মনে যদি না থাকে বেথা,
তোমার বাড়ি যদি হতো কাছে-
আমি রোজ বলতে আসতাম একটা কথা ।
((( গুড নাইট )))
রাতে এক লোক কে মসা কামড়াচ্ছে,
লোকটা বিষ খেয়ে বললো-
রক্তে বিষ মিশে গেছে, এবার কামড়া,
তুমি কিন্তু এটা করো না ।
গুড নাইট
আজ রাত তুমি ঝাল ঝাল স্বপ্ন দেখো,
কারো রোজ মিষ্টি শরিরের জন্য ভালো নয়,
শুভ রাত
মিষ্টি মিষ্টি রাত, আকাশে নেই চাঁদ
মেঘে ঢাকা আকাশ, ঠাণ্ডা ঠাণ্ডা বাতাস
ঘুমিয়ে গেছে পাখি, মিটি মিটি আলো দেয় জোনাকি
তোমাদের কে জানাই ” শুভরাত্রি ”
দেখা হয়নি হবে না কভু,
জতদিন বেঁছে থাকি তুমি স্বপ্ন হয়ে রবে !
দুঃখের মাঝামাঝি নির্ঘুম রাতে ।
*** শুভরাত্রি ***
এই তোমার জন্য একটা গিফট আছে, তুমি কি নেবে ?
ওকে দিচ্ছি ! কিন্তু আগে তুমি ঘুমাও ।
কারন আমার গিফট টা হলো “স্বপ্ন” ।
দিন মিস করে চাঁদকে, রাত মিস করে সুর্যকে, বাগান মিস করে ফুলকে আর, আমি মিস করি তোমাকে। শুভ রাত্রি
নীল আকাশে তারার মেলা, আর চাঁদের খেলায় ভুলা মন। মন বলছে হাসিখুশি থাকুক আমার প্রিয়জন।নীল রঙ্গের আকাশ এখন দেখা যাচ্ছে কালো,,,,, আমি আছি বিন্দাস আর তোমরাও থেকো ভালো। Shuvo ratri
চলো যাই ঘুমের দেশে, সুন্দর একটা ঘুমের সাথে, মিষ্টি কিছু স্বপ্ন আসুক দুচোখ জুড়ে। শুভ রাত্রি
ঝিকিমিকি তারা ঐযে দূরে ডাকছে তোমায় মিষ্টি সুরে উঁকি দিয়ে চাঁদের আলো বলছে তোমায় রাত্রি হলো আকাশ দেশের নীল পরিরা বলছে এবার ঘুমিয়ে পড়। শুভ রাত্রি
তুমি আমার লক্ষি সোনা তুমি আমার প্রিয়া,,,, তুমি আমার প্রাণ সজনী তুমিই আমার হিয়া, মন মাঝে আছো তুমি থাকবে চিরকাল,,,, এখন তুমি শুয়ে পরো হবে কথা কাল।
বলো তো কোন সে বীর গান গাই মারে তীর, জানতাম পারবেনা, মশা মেরে ঘুমিয়ে পর। শুভরাত্রি
নীরব নিস্তব্ধ এই রাতে, আমি জেগে আছি ঐ জোনাকি পোকার সাথে। দেখেছি আমি ঐ দূর আকাশের চাঁদ, এইভাবে কেটে যায় আমার দুঃখ ভরা রাত…. শুভ রাত্রি
ভোরের আলো উঠবে ফোটে রাতের অবসানে, তোমায় আবার জাগতে হবে নতুন আলোর টানে, নতুন দিনে চলতে হবে নতুন পথের যাত্রী, ক্লান্ত ক্ষণে তাইত জানাই [[ শুভ রাত্রী
রাত শুধু আধার নয়, একটু খানি আলো। রাত শুধু খারাপ নয়, স্বপ্ন গুলো ভালো। তাই ঘুমিয়ে পড় , ভাল থেকো । “শুভ রাত্রি” ।
জোনাকি হল রাতের বাতি। স্বপ্ন নাকি ঘুমের সাথী । মন হল মায়াবী পাখি। ফ্রেন্ড নাকি সুখ দুঃখের সাথী । তাই জানাই তোমাদের “শুভ রাত্রি” ।
রাতের আকাশে অনেক তারা একলা লাগে তোমায় ছাড়া। … …শুভ রাত্রি
রাত মানে গভীর নেশা, স্বপ্ন দেখার আশা। রাত মানে লুকিয়ে থাকা উষ্ণ ভালবাসা। রাত মানে চোখটি বুজে স্মৃতির মোড়ক খোলা। রাত মানে তোমাদের আমার শুভ রাত্রি বলা।
আকাশ জুড়ে তারার মেলা আর চাঁদের খেলায় ভোলা মন। মন চাইছে খুশি থাকুক আমার আপনজন। নীল রঙ্গের আকাশ এখন দেখা যাচ্ছে কালো, আমি আছি বিন্দাস আর তোমরাও থেকো ভালো। শুভ_রাত্রী
সবার চোখে ঘুম এখন নীরব রাত, আমার চোখে ঘুম নাই কেন বলতে পারো, কোন সুখের আশায় আমার এই রাত জাগা কেন মন আজ দিশে হারা। গুড নাইট
আজকের এই উত্তাল রাতে, আকাশের পানে তাকিয়ে, চাঁদের সৌন্দর্য দেখে, মন কে শান্ত রাখার চেষ্টা করে, তোমাদের সকলকে জানাই শুভ রাত্রি।
ছোট ছোট স্বপ্ন দেখো মনের মানুষ নিয়ে,
রাতের আকাশে ভেসে যেও খুশীর গান গেয়ে,
যে তারাটা দেখবে তুমি সব চাইতে ব্রাইট,
আমার হয়ে সে তোমাকে বলবে গুড নাইট ।
রাত মানে গভির নেসায় স্বপ্ন দেখার আশা,
রাত মানে লুকিয়ে থাকা উষ্ণ ভালোবাসা ,
রাত মানে চোখটি বুজে সৃতির দোকান খোলা,
রাত মানে তোমাকে আমার শুভ রাত্রি বলা ।
কোন ব্যাপার না আকাশ নীল বা কালো,
কোন ব্যাপার না আঁধার থাক বা আলো,
কোন ব্যাপার না দিনটা আমার কেমন গেলো,
শুধু বন্ধু তুমি থেকো ভালো ,
শুভ রাত্রি
চাঁদটা ছিলো আমার ঘুড়ি,
গল্প শুনি ঠাকুমার কাছে,
ভুতের বাড়ি তেতুল গাছে,
ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ি,
স্বপ্ন দেখি দুচোখ ভরি ,
শুভ রাত্রি
চোখ তুমি বুঝিয়ে ফেলো অনেক হলো রাত,
কালকে আবার দেখবো নতুন সুপ্রভাত,
সারারাত ঘুমের মাঝে স্বপ্ন দেখো খুব,
অনেক হলো রাত এবার দাও ঘুমের সাগরে ডুব ।
শুভ রাত্রি
যোনাকি হল রাতের বাতি ।
স্বপ্ন নাকি ঘুমের সাথী।
মন হল মায়াবী পাখি।
বন্ধু নাকি সুখ দুঃখের সাথী।
তাই জানাই তোমাদের ” শুভ রাত্রী।
রাত শুধু আঁধার ৯, একটু খানি আলো।
রাত শুধু খারাপ ৯, স্বপ্ন গুলো ভালো।
তাই ঘুমিয়ে পড় ,ভাল থেকো। শুভ রাত্রী।
ভরের আলো উঠবে ফুটে রাতের অবসানে,
তুমায় আবার জাকতে হবে নতুন আলোর টানে,
নতুন দিনে চলতে হবে নতুন পথের যাত্রী,
ক্লান্ত ক্ষনে তাইতো জানাই শুভ রাত্রী
নিরব নিস্তব্ধ এই রাতে,
আমি জেগে আছি ঐ জোনাক পোকার সাথে।
দেখছি আমি ঐ দূর আকাশের চাঁদ,
এইভাবে কেটে যায় আমার দুঃখ ভরা রাত
.গুড নাইট
সবার চোখে ঘুম এখন নীরব রাত,
আমার চোখে ঘুম নেই কেনো বলতে পারো ?
কোন শুখের আসায় আমার এই রাত জাগাঁ ?
কেনো মন আজ দিশে-হারা। গুড_নাইট।
নীরব রাতে ঘুম পরীরা হাসছে মিটি মিটি, মনে রেখ আমার এই বন্ধুত্বের চিঠি। বন্ধু তোমায় দেখতে আমার মনটা দিল পাড়ি, এবার তবে ঘুমিয়ে পড় । না ঘুমালে আড়ি… শুভ রাত্রি ।
স্বপ্ন মানে বাতির খেলা!! স্বপ্ন ভালোবাসা!! স্বপ্ন মানে রাতের মাঝে লুকিয়ে রাখা আশা!! স্বপ্ন মানে দুঃখ ভুলে নতুন পথযাত্রী!! স্বপ্ন মানে মিষ্টি মুখে জানায় শুভরাত্রি!!
টুইঙ্কেল টুইঙ্কেল ” লিটিল স্টার সময় হলো ঘুমাও এবার, মশার সাথে করো ফাইট আজকের মতো গুড নাইট ।
আকাশ এখানে অসীম নীল ডানা মেলে উড়ে যায়, স্বপ্নের গাংচিল স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়, ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায় এই দিগন্ত, চোখের সীমানায় কেউ কি ডাকে? নিশ্চুপ গভীর মায়ায়? শুভ রাত্রি ।
দিন গেল ফুরিয়ে, রাত এসেছে দাঁড়িয়ে। পড়াশোনা ছেড়ে চলো ঘুমিয়ে পড়ি এখন, স্বপ্ন যেন দেখতে পাই মনের মতন। শুভ রাত্রি।
আকাশে রয়েছে কতো মিষ্টি মধুর তারা মনটা হারিয়েছে আজ ওই চাঁদের পাড়া চাঁদের পাড়াতে বন্ধু আমি তোমার দেখা পাই এখন শুধু শুয়ে শুয়ে Good Night গাই।
দিন গেল ফুরিয়ে, রাত এসেছে দাঁড়িয়ে। পড়াশোনা ছেড়ে চলো ঘুমিয়ে পড়ি এখন, স্বপ্ন যেন দেখতে পাই মনের মতন। শুভ রাত্রি।
আকাশে রয়েছে কতো মিষ্টি মধুর তারা মনটা হারিয়েছে আজ ওই চাঁদের পাড়া চাঁদের পাড়াতে বন্ধু আমি তোমার দেখা পাই এখন শুধু শুয়ে শুয়ে Good Night গাই।
দিনের শেষে সূর্য ডোবার পরে গভীর রাত্রি নিঝুম রাতে চাঁদের আলোয় হয় শুভ রাত্রি রাতের বেলা নিঝুম রাতে করো স্বপ্নে খেলা রাত পোহালে সকাল হলে আসবে নতুন বেলা।
চোখেতে ঘুম ঘুম লাগছে নেশা নেশা রাত্রি হলেই শুয়ে পরো নতুন স্বপ্ন দেখার আসা রাত্রি মানেই খোলা পথে হাত ধরে চলা রাত্রি মানেই ঘুমিয়ে পরো Good Night বলা।
নিশির রাতে তোমার হাতে রাখবো আমার হাত ঘুমিয়ে পরো সোনা আমার হয়েছে অনেক রাত। ঘুমের পাখি ডেকে ডেকে আমার কানে কয় ঘুমিয়ে পরো রাত হয়েছে নেইকো কোনো ভয়🫤🥺
জবা গাছে ফুল ফুটেছে দেখতে খুব লাল বন্ধু তোমার পাশে থাকবো চিরকাল। মাঝ রাতেতে ঘুম ভেঙেযায় ফুলের সুঘন্ধে রাতের বেলা ঘুমিও ভালো, ঘুমিও না মন্দে।
রাত হয়েছে ঘুমিয়ে পরো কালকে কথা হবে চন্দ্র মামা আকাশ জুড়ে জোস্না ছড়াবে। রাতের বেলায় আলগা হওয়ায় ঘুম ঘুম চোখ বন্ধু তোমার আজকের রাতের ঘুম টা ভালো হোক।
চাঁদের আলো লাগছে ভালো সাথে ঠান্ডা বাতাস চাঁদের আলোয় জোস্না হলো জুড়ে সারা আকাশ জোস্না আকাশে ঠান্ডা বাতাসে পাখির ঝিকিমিকি বন্ধু আমার ঘুমিয়ে পরো শুভ রাত্রি লিখ।
এই তোমার জন্য একটা গিফট আছে, তুমি কি নেবে? ওকে দিচ্ছি! কিন্তু আগে তুমি ঘুমাও। কারন আমার গিফট টা হলো স্বপ্ন।
রাত শুধু আঁধার ৯, একটু খানি আলো। রাত শুধু খারাপ ৯, স্বপ্ন গুলো ভালো। তাই ঘুমিয়ে পড় ,ভাল থেকো। …..শুভ রাত্রি….
রাতের গায়ে তারার বাড়ি, চাঁদটা ছিলো আমার ঘুড়ি, গল্প শুনি ঠাকুমার কাছে, ভুতের বাড়ি তেতুল গাছে, ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ি, স্বপ্ন দেখি দুচোখ ভরি , শুভ রাত্রি
রাত জাগা পাখি হয়ে যার কথা ভাবি, এই মনে একা একা তার ছবি আঁকি , জোস্নার নীল আলো তার চোখে ভাসে, বন্ধু হয়ে থেকো তুমি চিরদিন পাশ। …..শুভ রাত্রি…..
বুকের মাঝে থাকে ব্যথা থাকে হাজার স্মৃতি মাঝে মাঝে মনে হয় একটি রাত হাজার তিথী কাটেনা দুঃখে ভরা রজনী গুলো আমার বুজবে না কেউ কষ্ট গুলো এই পৃথিবীতে যে যার সে তার!!! Good Night
আমার আকাশ ভালো লাগে তাই আকাশ জুড়ে শুই। আমার বাতাস ভালো লাগে তাই বাতাস বুকে বই। আমার সবুজ ভালো লাগে তাই সবুজের সহচর, আমার স্বপ্ন ভালো লাগে তাই এমনি ঘুম কাতর। আমার হলুদ ভালো লাগে তাই হলুদ তোষক বালিশ আমার তোমাকেই ভালো লাগে সেটাই স্বপ্ন দেখার কারণ। Good Night
সপ্ন গুলো সত্যি হোক,
সকল আশা পূরণ হোক,
দুঃখ গুলো দূরে যাক,
সুখে জীবনটা ভরে যাক শুভ কামনা রইলো।
সকালের মতো সুন্দর তুমি সুন্দর তোমার মন
তার চেয়ে সুন্দর হোক তোমার জীবন।”
শুভরাত্রি শুভেচ্ছা জানাই
ভালো থাকো বন্ধু তুমি ভালো রাখো মন।
মন যদি চাই তবে করিও স্মরণ,
রাখো যদি বন্ধু আমায় তোমার মনে,
পাবে তবে আমায় খুঁজে তোমার স্বপনে।
জ্যোছনা রাতে একা বসে তোমার কথা ভাবি
এই হৃদয়ের আঙ্গিনাতে তোমার ছবি আঁকি।”
– শুভ রাত্রি বন্ধু
শুভ রাতের প্রতিটা মুহূর্ত খুব ভালো কাটুক তোমার আজকের রাত টা
তোমার সব চাওয়া পূর্ণ হোক সব স্বপ্ন সত্যি হোক ভালো থেকো।
ভালো থেকো আগামীকালের জন্য অফুরন্ত শুভেচ্ছা দিলাম।
ভালো থেকো সাবধানে থেকো নিজের খেয়াল রেখো
গোলাপের মতো সুন্দর তোমার আজকের রাতটা
তোমার সব চাওয়া পূর্ণ হোক সব স্বপ্ন সত্যি হোক ভালো থেকো।
সব সমস্যার সমাধান ঘুম । তাই চুপচাপ ঘুমিয়ে পড়ো। শুভ রাত্রি।
ওই শুনছো…? অনেক রাত হয়ে গেছে গো এবার তুমি ঘুমিয়ে পড়ো
ওই আকাশে অনেক তারা মনটা লাগে ভারি নিশি
রাতে তোমায় ছাড়া কেমন করে থাকি।” – শুভ রাত্রি
তোমার খেয়ালে মগ্ন আমি কল্পনার অন্তরালে
হাজার মাইল দূরে তুমি তবু হৃদয় মাঝে জড়ালে।
ঘুমিয়ে পরো বন্ধু আমার হল অনেক রাত
বাকি কথা বলব পরে আজ এটুকুই থাক৷
ফুলের মতো ফুটে আছে ওই আকাশের তারা
আমি একা ভালো লাগে না বন্ধু তোমাকে
ছাড়া তুমি ছাড়া, এই মনটা কিছু বোঝে না
পাখি হয়ে আমার কাছে ওড়ে এসো না।
রাত যত গভীর হয়…!
হৃদয়ের গভীরে থাকা মানুষগুলোকে..
তত বেশি মনে পড়ে…….
ফুলের মতো সুন্দর তুমি সুন্দর তোমার মন
তার চেয়ে সুন্দর হোক তোমার জীবন
যদিও থাকো তুমি অনেক দূরে,
তবুও আছো তুমি আমারই মনে
টিপ টিপ বৃষ্টি পড়ে তোমার কথা মনে পড়ে
বন্ধু তুমি কেমন আছো? মাঝে মাঝে ফোন করো,
রাত এখন অনেক হলো মোবাইল রেখে ঘুমিয়ে পড়ো।
“আমরা দিনের শেষে একটি মাত্র গুরুত্বপূর্ণ কাজ,
তোমাকে শুভ রাত্রি বলে শুভেচ্ছা জানানো
যদি মনে হয় কোনো দিনও তবে তুমিও আমায়
তোমার শুভেচ্ছা জানিও।”
“তোমার কাছে থেকে শুভ রাত্রির
শুভেচ্ছা পাওয়ার অপেক্ষায় বসে আছি।”
“ফুলের পরি হওয়ার দোলায় গন্ধ ছড়ায় বনে
বন্ধু তুমি কোথায় আছো পড়ছে তোমায় মনে
আমি তোমার আঁধার রাতের নীল আকাশের যাত্রী
বন্ধু তোমায় জানাই আমি মিষ্টি শুভ রাত্রি।”
জীবনে আমি যতই ব্যাস্ত থাকি না কেন
প্রত্যেক রাতে ঠিক তোমাকে মনে পড়ে যায়
রাত মানে গভীর নেশা, স্বপ্ন দেখার আশা,
রাত মানে লুকিয়ে থাকা উষ্ণ ভালোবাসা।
রাত মনে তোমায় শুধু বলা –
“শুভ রাত্রির শুভেচ্ছা”
প্রত্যেক সফলতার গল্প শুরু হয়
সুন্দর একটি স্বপ্ন দিয়ে তাই
সকলে খুব ভালো ভালো স্বপ্ন দেখো।
নিশি রাতে চাঁদের আলো বন্ধু তুমি থেকো ভালো
সন্ধ্যা শেষে রাত আসে তোমার স্মৃতি মনে পরে
বন্ধু তুমি সুখে থেকো পারলে আমায় মনে রেখো।
মেনে নিলেই শান্তি মনে নিলেই অশান্তি – গুড নাইট
আকাশটা আজ কাল মেঘ করেছে পর্দা ঢাকা আড়াল করে জোছনাকে লুকিয়ে রাখা। ঘুম আসেনা দুই চোখেতে আজ কিসের মায়া জানলা খুলে বাইরে দেখি তোমার স্মৃতির ছায়া। শুভ রাত্রি বন্ধু ,, good night
একটা কবিতার জন্যে হাপিত্যেশ বসে থাকা, একটা কবিতার পাতায় জল রঙে ছবি আঁকা, একটা কবিতায় কবি প্রেমিক প্রেমিকার পোষা পাখি, সে একটা কবিতা চেয়েছে তাই মাথা নত করে থাকি, একটা কবিতা লিখলে মনে শান্তির পাহাড়, একটা কবিতা লিখলেই হাসি মুখ সামনে আবার, একটা কবিতার পাতা এখনও রয়েছে ফাঁকা.…… ….শুভ রাত্রি….।
কতগুলো নির্ঘুম রাত আমি কাটিয়েছি তোমার কারণে …কত রাত, চোখের পানিতে বালিশ ভিজেছে তোমার কারনে … কতগুলো মুহুর্ত আমি কটিয়েছি অন্ধকারে .. জানলার পাশে একা বসে থেকে … তা তুমি জানো না .. হয়তো জানবেও না.. শুধু সাক্ষী আছে আকাশের ওই নিঃসঙ্গ চাঁদ টা..আর ওই তারাগুলো …সবাইকে শুভ রাত্রি ..
কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে,, বুঝে নেবে সে তোমায় আড়ালে মিস করে.. আর কেউ যদি না দেখে কাঁদে,, বুঝে নেবে সে তোমায় ভীষণ ভালবাসে.. শুভরাত্রি
মিষ্টি মিষ্টি রাত, আকাশে নেই চাঁদ মেঘে ঢাকা আকাশ, ঠাণ্ডা ঠাণ্ডা বাতাস ঘুমিয়ে গেছে পাখি, মিটি মিটি আলো দেয় জোনাকি। তোমাকে জানাই ~শুভ রাত্রি~”
আশা করছি আপনারা আইটি পাগলার আজকের এই পোষ্ট থেকে শুভরাত্রি রোমান্টিক মেসেজ সম্পর্কে জানতে পেরেছেন। গুড নাইট পোষ্ট টি কেমন লেগেছে তা নিচে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকল কে
অন্য পোস্ট পড়ুন-