Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহার রহমতে ভালো আছেন।
টেকনো রিয়াদ আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম ।
বন্ধুরা আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো, কিভাবে ফেসবুকে বাংলা এবং ইংলিশ মিক্স নামে আইডি খুলবেন ।
বন্ধুরা বাংলা এবং ইংলিশ মিক্স নাম তৈরি করার জন্য আপনাকে প্রথমে একটি অ্যাপ ইন্সটল করতে হবে। সেই অ্যাপটির মাধ্যমে আমরা মূলত বাংলা এবং ইংলিশ নাম একসেপ্ট করাব, সর্বপ্রথমে গুগল ক্রোম ব্রাউজার টা ওপেন করো Touch Vpn 1.4.7 অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।
ইন্সটল করা হয়ে গেলে ,আবার আমাদের ভিপএনটা ওপেন করে জাপান কান্ট্রি সিলেক্ট করে কানেক্ট এ ক্লিক করতে হবে, তাহলে ভিপিএন টি আপনার কানেক্ট হয়ে যাবে। আর হ্যাঁ মাঝে মাঝে কিন্তু এই ভিপিএন টা কানেক্ট করতে সমস্যা করে ,তো সেই ক্ষেত্রে আপনার ফোনটিকে সুইচ অফ করবেন, মানে পাওয়ার অফ করবেন। পরবর্তীতে পাওয়ার অফ করে আবার ফোনটাকে অন করবেন, তাহলে সমস্যাটা আর হবে না তখন আপনি কানেক্ট করতে পারবেন। আমার কিন্তু ভিপিএন কানেক্ট হয়ে গিয়েছে।
এবার আমাদের ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করতে হবে। ফেসবুক অফিশিয়াল অ্যাপ টি থেকে কিন্তু বাংলা এবং ইংলিশ মিক্স নাম তৈরি করতে পারবেন না । তাই আমাদের ফেসবুক লাইট অ্যাপ টি ওপেন করতে হবে।
ওপেন করার পর এবার আমাদের থ্রি ডট এ ক্লিক করতে হবে।
এবার আপনার সেটিংস অপশনে ক্লিক করতে হবে।
এবার আপনার পার্সোনাল অ্যান্ড ইনফরমেশন অপশনে ক্লিক করতে হবে।
এবার Name এর পাশের edit-এ ক্লিক করবেন।
এবার আমাদের ফাস্ট নাম ও শেষ বক্স আ থাকা নামটা কেটে দিতে হবে।
কেটে দেওয়ার পর এখন ফাস্ট নামে ক্লিক করে আমি মূলত আমার নামের পদবী টা ইংরেজিতে লিখব। এবং কোন স্পেস না দিয়ে এই (ツ)
Symbol টা সাথে বসাবো।
এবার আমাদের মিডলে নেম বক্সে আরও একটি Symbol বসানো লাগবে – ( 卝 )
সর্বশেষ আমাদের লাস্ট নেম এ ক্লিক আপনি আপনার নামটা লিখে দিবেন। যেটা লিখতে চান সেটা থাকবে বাংলায়,আমি এখানে বাংলায় লিখলাম রিয়াদ ,তারপর আমদের Review Change এ ক্লিক করতে হবে।
তারপর স্ক্রীনশট মত ঠিক এই রকম ৩ তা অপশন শো করবে। তো ,আমরা এইখান থেকে ২ নাম্বার অপশন তা সিলেক্ট করে নিছে থাকা পাসওয়ার্ড বক্সে আমাদের ফেসবুক পাসওয়ার্ডটি বসিয়ে Save Change এ ক্লিক করবো।
এবার প্রোফাইলে এসে দেখুন, Bhoom আমদের ফেসবুক আইডির নাম বাংলা এবং ইংলিশ মিক্স হয়ে গেছে।
তো বন্দুরা আজকের মত এখানেই শেষ করতেছি, ভালো থাকুন ,সুস্থ থাকুন টেকনো রিয়াদ এর সাথে থাকুন ।
আল্লাহ হাফেজ
[…] […]