400+ রমজান নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস ও অগ্রিম শুভেচ্ছা ২০২৪

5/5 - (1 vote)

দীর্ঘ এক বছর পর আবারও এসেছে পবিত্র মাহে রমজান। বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শাবান মাসের চাঁদ দেখা গিয়েছে। তাই আশা করা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম রমজান পালন করা হবে ১১ তারিখ দিবাগত রাত। অন্যদিকে সৌদি, ডুবাই, মালয়েশিয়া সিঙ্গাপুর সহ অন্যান্য দেশে সর্বপ্রথম সেহরি খাওয়া হবে মার্চের ১০ তারিখ দিবাগত রাত। রমজান মাস উপলক্ষে মানুষ একজন আরেকজনকে শুভেচ্ছা বার্তা প্রেরণ করে। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে নিজের মানুষকে রমজান নিয়ে ক্যাপশন , এসএমএস দিন। এই রমজানে সকল পাপ কাজ থেকে দূরে থাকুন ও কাছের মানুষদের সাথে ইবাদতে মশগুল থাকুন।

মাহে রমজানের শুভেচ্ছা

অনেকেই আছেন যারা মাহে রমজানের শুভেচ্ছা পাঠানোর জন্য গুগলে অনুসন্ধান করেন। তাদের জন্য ইসলামিক হাদিস ও কোরআন সুন্নাহর আলোকে মাহে রমজানের শুভেচ্ছা তুলে ধরা হয়েছে আপনাদের জন্য। নিচে থেকে আপনার পছন্দের মাহে রমজানের শুভেচ্ছা আপনার মুসলিম ভাই ও বোন কে পাঠিয়ে দিন।

“আলহামদুলিল্লাহ্‌, আবারো রমজান এলো, আল্লাহর কাছে ক্ষমা ও নিয়ামত কামনা করার সময়” – রমজানুল মোবারাক

এই রমজানে মহান “আল্লাহ” আপনার জীবনে সুখ, শান্তি সহ আপনার ইচ্ছা এবং স্বপ্ন পূরণ করুন – রমজানুল মোবারক

রমজান মাস হলো আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার সব চেয়ে উপযুক্ত সময় – রমজানুল মোবারাক

“রমজান হল ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় হলো জান্নাত” – রমজানের শুভেচ্ছা

আরও দেখুনঃ নারী দিবসের শুভেচ্ছা, উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও ছবি

রোজা নিয়ে উক্তি / রমজান নিয়ে উক্তি

মানুষের কাছে গুনাহ মোচনের সবথেকে বড় মাধ্যম হচ্ছে রোজা।
— আল হাদিস

রোজার সর্বশেষ রাত্রে আল্লাহ তার সকল বান্দাগণকে মাফ করে দিবেন।
— আল হাদিস

ইফতারের পূর্ব পর্যন্ত প্রতিটি রোজাদারের জন্য ফেরেশতা দোয়া করতে থাকে।
—আল হাদিস

রোজা হলো আত্মসংযম যা আমাদেরকে সকল মন্দ কাজ থেকে বিরত রাখে।
— আল হাদিস

আমাদের মুসলমান হতে হবে সব সময়ের জন্য, শুধু রমজান মাসের জন্য নয়।
— সেইন্ট অগাস্টিন

প্রতিটি রোজাদার বান্দাকে আল্লাহ তায়ালা নিজ হাতে তাদের পুরস্কার তুলে দিবেন।
— আল হাদিস

জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য মানুষের সবথেকে বড় ঢাল হলো রোজা।
— আল হাদিস

প্রতিটি রোজাদার বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত।
— আল হাদিস

আল্লাহর আদেশে রোজাদার ব্যাক্তিদের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়।
— আল হাদিস

রোজার মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়।
— আল হাদিস

নামাজ পড়ো, রোজা রাখ, কলমা পড় ভাই,তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই ।
— কাজী নজ্রুল ইসলাম

রোজার একটি অন্যতম ফজিলত হলো রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়।
— আল হাদিস

রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ তায়ালা এবং তার বান্দাদের মধ্যকার সম্পর্ক সবচেয়ে দৃঢ় হয়।
— আল হাদিস

রোজা এই চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং আমাদের আত্মাকে ভিতর থেকে আলোকিত করুক।
— মনিকা জনসন

রোজার মাসকে কাজে লাগিয়ে আমরা যেন নিজেদের আত্মশুদ্ধি করতে পারি এ বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিৎ।
— প্যারাসেলসুস

রোজা, নামাজ এবং বাকি সকল ইবাদতগুলো মানুষকে অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী করে তোলে।
— জোসেপ বি উরলিন

রোজা আল্লাহর উপর আমাদের বিশ্বাসের একটি চিহ্ন বা প্রতীক যা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ তায়ালা।
— ডাল্লাস উইলার্ড

হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের উপর । যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার।
— আল কুরআন

রমজান নিয়ে ক্যাপশন

বছরে একটি বার আসে রমজান মাস। এই মাসের ৩০ দিন ফরজ বিধান হিসেবে মুসলিম সকল পুরুষ ও মহিলা না খেয়ে সিয়াম সাধনা করে। শুধু না খেয়ে থাকা নয় সকল ধরনের পাপ কাজ থেকে দূরে রাখার নাম রোজা। তাই অবশেষে এসেই গেল সেই কাঙ্খিত রমজান। নিচে আপনাদের জন্য রমজানের অগ্রিম শুভেচ্ছা তুলে ধরা হয়েছে।

রমজানের এই চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং আমাদের আত্মাকে ভিতর থেকে আলোকিত করুক । সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা

বিধান মেনে পালন করুন
পবিত্র মাহে রমজান।পাপ থেকে মুক্তি পাবেন,
পরকালে সম্মান।
এই রমজানে আত্মার সাথে আত্মার হোক মিলন,
ধনী-দরিদ্র অসহায় সবার সমান দিবস-যাপন।

এসে গেল রোজা….
হালকা করবো মোদের গোনাহের বোঝা…
মোরা যদি করি অনেক পাপ চেয়ে নেব মাফ….
এসো বন্ধু নিয়ত করি,
আজ থেকে সবাই পাঁচওয়াক্ত নামাজ পড়ি….

আরও দেখুনঃ বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস এসএমএস,Funny ক্যাপশন

পবিত্র রমজানের শুভেচ্ছা / রমজানের শুভেচ্ছা

৩০ দিন সেহরি ও ইফতার রোজা পালন করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করাই মূল উদ্দেশ্য। তাই যারা পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা বার্তা পেতে চান। তাদের জন্য এখানে সবচাইতে জনপ্রিয় পবিত্র রমজানের শুভেচ্ছা উল্লেখ করেছি আমরা। আপনারা এই শুভেচ্ছা গুলো সংগ্রহ করে সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা পাঠাতে পারেন।

শপথ নিলাম আজকে সবাই,
রাখবো সকল রোজা।
মিথ্যে কথা বলবো না আর,
কমবে পাপের বোঝা।

রমজান মানে ঐক্য, ভালোবাসা, এবং সহমর্মিতা।

দানশীলতা, সহায়তা, সকলের প্রতি সহানুভূতি।

রোজার ত্যাগে, মন ঝকঝকে, নতুন করে জীবন শুরু করি।

রমজানের আধ্যাত্মিকতা, জীবনে নিয়ে আসে নতুন আলো।

“রমজান”-এর শিক্ষা, আমাদের করে সৎ ও ন্যায়পরায়ণ।

রমজানের স্ট্যাটাস / রমজান নিয়ে স্ট্যাটাস

রমজান মাস আসলেই অনেকেই আছেন যারা রমজানের ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য বসে থাকেন। রমজান উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানানোর জন্য যারা স্ট্যাটাস দিবেন। তাদের জন্য এখানে রমজানের স্ট্যাটাস উল্লেখ করেছি আমরা। স্ট্যাটাস গুলো বিভিন্ন হাদিস বিভিন্ন স্কলারদের কথা থেকে উল্লেখ করা হয়েছে। নিচে থেকে রমজানের স্ট্যাটাস সংগ্রহ করে নিন।

আযানেরই পুণ্যে আমি তুমি হতে চাই যে ধনবান,
সেই ধনের বিনিময়ে পাবো রোজাদারের পুরষ্কার, রাইয়্যান!
আল্লাহ্‌ তায়ালার দান, মোবারক হো..মোবারক হো..
মাহে রমজান!

উড়ছে পাখি গাইছে গান..
মাহে রমজানের আহ্বান..
ওরে বন্ধু মুসলমান, পড়তে থাকো আল কোরআন..
কোরআন পড় বেশি বেশি, শেয়ার করো বেশি বেশি।
শুভ রজনী – শুভ দিন, রাখো রোযা ৩০দিন।
১১মাসের পাপ, ১ মাসে করো ছাপ।
দিন যায় দিন আসে, রোযা পাবেনা প্রতি মাসে।
তাই এই পবিত্র মাসে সবটি রোযা রাখো।
সবাইকে জানাই রমজানুল মোবারক।

বছর ঘুরে আবার এলো,
পবিত্র সেই রোজা।
পাপ পূণ্যের হিসেব করে,
চলবো সঠিক সোজা।

পবিত্র রমজানের স্ট্যাটাস

  • রোজার সাধনায়, মন পূর্ণ হয় পবিত্রতায়।
  • “তারাবিহ”-এর নামাজে, ঈশ্বরের কাছে ক্ষমা চাই।
  • “ইফতার”-এর মেজবানি, ভালোবাসার বন্ধন তৈরি করে।
  • রমজানের আশীর্বাদে, জীবন হোক সুখে-শান্তিতে পরিপূর্ণ।
  • “রমজান”-এর সুযোগে, পাপ থেকে তওবা করা।
  • “রমজান”-এর শিক্ষা ধারণ করে, সুন্দর জীবন গড়ে তোলা।
  • রমজানের চাঁদ উঠেছে, আকাশে ঝলমল করে।
  • রমজান – শুধু রোজা রাখা নয়, বরং মনকে পবিত্র করা।
  • নেকি কাজের মাধ্যমে, জান্নাতের পথ লাভ করা।
  • রমজান – সকলের জন্য আশীর্বাদের মাস।

পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা

অনেকেই আছেন যারা পবিত্র মাহে রমজানকে সামনে রেখে অগ্রিম শুভেচ্ছা প্রেরণ করতে চান। তাদের সবার জন্য মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা বার্তা উল্লেখ করা হয়েছে এখানে। তাই সবার সাথে মাহে রমজানের শুভেচ্ছা শেয়ার করুন।

এসেছে রমজান, তাই রমজান কে কাজে লাগিয়ে জীবনের সকল গুনাহ যেন মাফ করতে পারি, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন (আমীন) – সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা

রমজান শুধু না খেয়ে থাকার জন্য নয়, রমজান মানে সকল পাপ কাজ থেকে বিরত থাকা। সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা

অনেকেই আছে যারা এই বছর রমজান মাস পায়নি। আল্লাহ তায়ালা আমাদের হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছে বলেই এ বছর রমজান পেয়েছি। তাই আমরা চেষ্টা করব যাতে রমজান কে কাজে লাগিয়ে আমরা আমাদের আত্মশুদ্ধি করতে পারি। সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা

আমরা যেন 30 টি রোজা সঠিকভাবে পালন করতে পারি ও এ রোযার মাধ্যমে আল্লাহর কাছ থেকে যেন জান্নাত পেতে পারি এই দোয়াই করি আল্লাহর কাছে। সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা

রমজানের ক্যাপশন

অনেকেই আছেন যারা রমজান বা রমজান ক্যাপশন শেয়ার করতে চান। তাদের জন্য এখানে রমজানের ক্যাপশন উল্লেখ করা হয়েছে। যার সাহায্যে আপনি খুব সহজেই রোজার শুভেচ্ছা বার্তা সবার সাথে শেয়ার করতে পারবেন। নিচে থেকে রমজানের কেপশন সংগ্রহ করে নিন।

জান্নাতের নেটওয়ার্ক হলো “আল ইসলাম”
সিম কার্ড হলো “ঈমান”বোনাস হলো “রমযান”রিচার্জ হলো “নামাজ”আর আমাদের হেল্পলাইন হল “আল কোরআন”

এলো রে এলো, ওই মাহে রমজান
মানবজাতির তরে আল্লহতালার শ্রেষ্ঠ দান
পুণ্যের সূর্য উদয় হয়ে, পাপের হবে অবসান
জং গুলো সব ঝোরে গিয়ে, ঈমান করবে শাণ
রহমতেরই ডালি নিয়ে আসছে ওই, মাহে রমজান।

শপথ নিলাম আজকে সবাই,
রাখবো সকল রোজা।
মিথ্যে কথা বলবো না আর,
কমবে পাপের বোঝা।

রমজান এসেছে, রহমতের বার্তা নিয়ে। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা

রোজা রাখি, নেকি কামাই, জান্নাতের পথ বানাই।

“রমজান” মাস, ক্ষমার মাস, নেকি অর্জনের মাস।

“ইফতার”-এর আয়োজনে, ভালোবাসা ছড়িয়ে পড়ে। তাই সবার মাঝে ইফতার বিতরণ করুন

“তারাবিহ”-এর সালাতে, মন পূর্ণ হয় শান্তিতে। মাহে রমজানের শুভেচ্ছা

মাহে রমজানের শুভেচ্ছা পিকচার / রমজানের পিক ডাউনলোড ২০২৪

শুভেচ্ছা 1
Ramadan Picture
Ramadan Pic
নিয়ে স্ট্যাটাস
Ramadan Photo

মাহে রমজানের শুভেচ্ছা ছবি ডাউনলোড / মাহে রমজানের ব্যানার

Ramadan Images
মোবারক শুভেচ্ছা
ramadan wishes quotes

রমজান নিয়ে কিছু কথা

রমজান, ইসলামের পঞ্চম স্তম্ভ, রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এই মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে। রোজা রাখার পাশাপাশি, মুসলমানরা এই মাসে নামাজ, দান-খয়রাত, তাওবা এবং অন্যান্য ইবাদত বেশি করে থাকে।

রমজানের গুরুত্ব

  • রমজান মাসে আল্লাহর রহমত বর্ষিত হয়।
  • এই মাসে পাপের মাগফিরাত লাভের সুযোগ থাকে।
  • রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস।
  • রোজা রাখার মাধ্যমে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
  • রোজা রাখার মাধ্যমে নফসের তালিম দেওয়া হয়।
  • রমজান মাস সামাজিক সম্প্রীতি ও ঐক্যের মাস।


রমজান মাস কীভাবে কাটানো উচিত

  • রোজা রাখার পাশাপাশি, নামাজ, দান-খয়রাত, তাওবা এবং অন্যান্য ইবাদত বেশি করে করতে হবে।
  • রমজান মাসে কুরআন তেলাওয়াত করা উচিত।
  • রমজান মাসে গীবত, পরনিন্দা, মিথ্যা বলা, অশ্লীলতা, এবং অন্যান্য অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে।
  • রমজান মাসে দরিদ্র ও অভাবীদের সাহায্য করতে হবে।
  • রমজান মাসে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে হবে।

আসুন আমরা সকলে মিলে এই পবিত্র মাসকে পবিত্রভাবে কাটাই এবং আল্লাহর রহমতের ভাগীদার হই।

Trick Bongo Google news
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *