৫০০+ মা কে নিয়ে স্ট্যাটাস ও ক্যাপশন,ইসলামিক উক্তি Best

5/5 - (1 vote)

প্রত্যেক মানুষের জীবনের বাবা মা এর ভূমিকা অনসীকার্য.মায়ের ভালোবাসা এর মধ্যে কোনো ভেদাবেদ নেই, নেই কোনো মলিনতা, পরিস্থিতি জামন এ হোক না কেন মায়েরা সবসময় সন্তান এর জন্য তাদের সবকিছু বিলিয়ে দেয়. [মা কে নিয়ে স্ট্যাটাস]

পৃথিবীর সবচেয়ে পবিত্র শব্দ মা । এটি একজন নারীকে বোঝায়, যিনি সন্তানের জন্ম দেন এবং তাকে লালন-পালন করেন। মায়ের ভালবাসা সীমাহীন এবং নিঃস্বার্থ। তিনি তার সন্তানের জন্য সবকিছু করতে পারেন। মা হচ্ছে সন্তানের জন্য একজন সেরা বন্ধু, একজন সেরা শিক্ষক এবং একজন পরামর্শদাতা। আজকের এই আর্টিকেলের মাধ্যমে মাকে নিয়ে লেখা ৫০০ এর বেসি স্ট্যাটাস আপনাদের মাঝে শেয়ার করতেছি।

মা কে নিয়ে স্ট্যাটাস / মা নিয়ে ফেসবুক স্ট্যাটাস

  • ‘বৃদ্ধাশ্রমে যাওয়াটা মায়ের দূর্ভাগ্য নয়, দূর্ভাগ্য ওই সন্তানের যে জান্নাত চিন্তে পারেনি।”
  • “আপনি যতই বড় হন না কেন, আপনার জান্নাত আপনার মায়ের পায়ের নিচে! তাই “মা” কে ভালোবাসুন, কোন সময় কষ্ট দেবেন না।”
  • ‘মায়ের সাথে সব কিছু শেয়ার করা মানুষগুলো কখনোই পথভ্রষ্ট হয় না!”
  • ‘মা ছাড়া পৃথিবীটা অন্ধকার, যাদের মা বেঁচে আছেন। তারা একবার বলি, আলহামদুলিল্লাহ”
  • ‘পৃথিবীর সব চেয়ে শান্তির জায়গা হল-(মায়ের কোল)”
  • ‘খাবার খেয়ে “মায়ের আঁচলে” মুখ মুছার মতো শান্তি পৃথিবীতে আর কোনো কিছুতে পাওয়া যাবে ‘নাহ।”
  • ‘ক্ষুধার্ত সন্তানের কান্না – একজন মায়ের কাছে করোনা ভাইরাসের চেয়েও ভয়ংকর।”
  • ‘মা ও,মা – একটা প্রশ্নের জবাব দাও?
    ‘এই দুনিয়াটা কেন তোমার মত না?

আরও দেখুনঃ ওয়াই-ফাই স্পীড বাড়ানোর কার্যকরী উপায় কী?

মা নিয়ে ছন্দ

  1. ‘দুনিয়ায় কেউই আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে না। শুধু একজন মানুষ বাদে, আর সে হলো আপনার মা।’
  2. ‘মাকে তুমি কষ্ট দিয়ে করো না ভুল, মা হারালে হারাবে তুমি আল্লাহ্‌ রাসুল । তুমি যত পারো মা এর যত্ন সেবা কর, মা তখন হবে আপন, যখন সবাই হবে পর ।’
  3. ‘প্রথম স্পর্শ মা, প্রথম পাওয়া মা, প্রথম শব্দ মা, প্রথম দেখা মা, আমার জান্নাত তুমি মা ।’
  4. ‘যার ললাটের ওই সিদুর দিয়ে ভোরের রবি উঠে, আলতা রাঙা পায়ের ছোয়ায় রক্ত কমল ফোটে ।’ সেই আমার মা, যার হয়না তুলনা ।’
  5. ‘মা আমাদের প্রথম বন্ধু এবং অবশ্যই শ্রেষ্ঠ বন্ধু। আমাদের গোপন কথাগুলো আমার প্রথমে মায়ের কাছেই বলতে শিখি। বিপদে যে বন্ধু আমাদের বুক দিয়ে আড়াল করে রাখে, সেও আমাদের মা।’

মা কে নিয়ে ফেসবুক স্ট্যাটাস

  • ‘মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে।
    কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধু মা আছে।’
  • ‘লাইফে সাকসেস হতে চাইলে -নিজের বাবা-মা কে কখনো কষ্ট দিওনা’
  • ‘আল্লাহর দেওয়া সব চেয়ে বড় উপহার হল “মা’
  • ‘স্ত্রীকে খুশি করা একজন স্বামীর দায়িত্ব, কিন্তু মা-বাবা কে বাদ দিয়ে নয়। অবশ্যই মা-বাবার দিকে লক্ষ্য রাখতে হবে। সন্তান হিসেবে এটা আপনার দায়িত্ব।’
  • ‘আপনি যদি আপনার পিতা-মাতাকে সম্মান করেন। তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মও আপনাকে সম্মান করবে।’
  • ‘মা এমন একটা সম্পদ”
    যা হারিয়ে গেলে, পৃথিবীর কোথাও তা আর খুঁজে পাওয়া যাবে না।’
  • ‘ভালোবাসতে সবাই পারে,
    তবে মায়ের মতও কেউ ভালোবাসতে পারে না!’
  • ‘প্রত্যেক শিক্ষার্থীর সফলতার পেছনে তাদের মায়ের বকা ,ঝকা, জুতা, ইত্যাদির অবদান ব্যাপক।’

মা কে নিয়ে সেরা বাংলা স্ট্যাটাস

  • ‘আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী’
    ‘কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ট সম্পদ আমার মা আছে।’
  • ‘মায়ের মধুর হাসির কাছে, ভয় ও হার মানে।’
  • ‘সকল সন্তানের কাছে অনুরোধ মায়ের এই সৃতি গুলো সারা জীবন মনে রেখো মায়েরা এর বেশি ‘কিছু চায় না’
  • ‘মায়ের কোলের মতো আর কোথাও পাওয়া যাবে না। মায়ের কোল আমার প্রথম পৃথিবী ।’
  • ‘মা পৃথিবীতে অমূল্য সম্পদে সম্পর্ক। মা বাবা আমাদের ছাদ বন্ধু ভালবাসা প্রেম প্রীতি ন‍্যায় জ্ঞান ‘বিবেক নৈতিক ধৈর্য্য আর আপন জনের আপন জন।’
  • ‘মা শব্দটি বড়ই অদ্ভুত তাই না একবার মা ডাকলে সব কস্ট যেনো দূরে সরে যায়’
  • ‘বৃদ্ধ মাকে বিদ্ধশ্রমে না পাঠিয়ে আপনার সন্তানের দেখাশোনা করার দায়িত্ব দিন।’
    ‘দেখবেন আপনার সন্তান দুনিয়ার সব থেকে ভালো বন্ধু খুজে পাবে।’
  • ‘মা, যার কোনো বিকল্প নেই , যার মা নেই পৃথিবীতে তার কিছুই নেই’

মাকে মিস করা নিয়ে স্ট্যাটাস

  • ‘দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না।’
  • ‘মা কখনো হয় না পর, যতই আসুক তুফান আর ঝড়! অন্যের ভালোবাসা হতে পারে ছলনা, কিন্তু মায়ের ভালোবাসায় পৃথিবীর কোন কিছুর সাথে হয়না তুলনা।’
  • ‘সন্তানরা হলো ধারালো চা*কু’র মত, তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।’
  • ‘যেকোন বিষয়ে মায়েদেরকে দুইবার ভাবতে হয়: একবার তার সন্তানের জন্য, আরেকবার তার নিজের জন্য।’
  • ‘পৃথিবীতে সবাই তোমাকে ভালবাসতে পারে; কিন্তু সেই ভালোবাসার মাঝে যে কোন প্রয়োজন লুকিয়ে থাকে, স্বার্থের পৃথিবীতে কেউ স্বার্থ ছাড়া তোমাকে নিখুঁতভাবে ভালোবাসবে না।কিন্তু একজন মানুষ আছে, যে কিনা কোন প্রয়োজন ছাড়াই তোমাকে ভালবাসবে: আর সে হলো তোমার মা।’

আরও দেখুনঃ ১৭ ই মার্চ জাতীয় শিশু দিবস নিয়ে উক্তি,কবিতা, স্ট্যাটাস, ক্যাপশন ও কিছু কথা 

মাকে নিয়ে ক্যাপশন

  • ‘মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে নিরাপত্তা, মা মানে আশ্রয়দাতা, মা মানে সকল আশা, মা মানে এক আকাশ পরিমাণ ভালোবাসা।’
  • ‘আমি একদম বোকা হতে পারি, আমি খারাপ ছাত্র হতে পারি, দেখতে ভীষণ কালো হতে পারি, কিন্তু আমি আমার মায়ের কাছে একজন শ্রেষ্ঠ সন্তান।’
  • ‘ভালোবাসো তাকে যার কারণে তুমি পৃথিবী দেখেছ, ভালোবাসা তাকে যে তোমাকে ১০ মাস ১০ দিন গর্ভের ধারণ করেছে, ভালোবাসা তাকে যার পায়ের নিচে তোমার বেহস্ত আছে তিনি হচ্ছেন আমার মা।’
  • ‘পৃথিবীটা অনেক কঠিন কারন স্বার্থ ফুরিয়ে গেলে সবাই সবাইকে ছেড়ে যায়, সবাই ভুলে যায় শুধুমাত্র একজন ব্যক্তি ছেড়ে এবং ভুলে যায় না, এবং সে সারা জীবন পাশে থেকে তিনি হচ্ছে আমার প্রিয় মা।’
  • ‘মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মাকে যারা কষ্ট দিবে তার কখনও জান্নাতে যেতে পারবে না। তাই সকলের কাছে আমার অনুরোধ তোমরা কখনও মাকে ক্ষ্ট দিওনা।’

মা কে নিয়ে ফেসবুক ক্যাপশন

  • ‘ছেলেকে ‘সাত রাজার ধন’ বলে একজনেই ডাকেন, তিনি হলেন মা।
  • ‘শান্তি ও ভালোবাসা- দুটোই মায়ের আঁচল তলের নিদর্শন। দুটোই শৈশবে বেশি পেয়েছি আমরা ‘অনেকে।
  • ‘হিরা নাকি শুনি সবচে দামী -সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামী আমার মায়ের ‘আঁচল।
  • ‘যে পরিস্থিতিতে থাকুক না কেন মা সন্তানকে পেয়ে আকুল হয়ে যায় জড়িয়ে ধরার জন্য। আর ‘তিনিই হলেন মা।
  • ‘মাগো- তোমার জন্ম হয়েছে বলেই
    ‘এই পৃথিবীটা এত সুন্দর।
  • ‘মাগো -তুমি ছাড়া – আজও আমি অবহেলিত!
  • ‘প্রিয় মা- তুমি বিহীন আজ আমি বড় একা
  • ‘মা মানে- এক চিলতে হাসি! যে হাসিতে ভুবন হাসে।’মা মানে- এক চিলতে হাসি! যে হাসিতে ভুবন ‘হাসে।
  • ‘মা মানে – মিষ্টি বকুনি দিয়ে আবারও আদর করে ডাক দেওয়া একজন। যেই বকুনির আড়ালে ‘রয়েছে ভালোবাসা আর ভালোবাসা।

আরও দেখুনঃ 1000+ Facebook Bio Style | New Facebook VIP Bio Stylish

মাকে নিয়ে সেরা উক্তি / মাকে নিয়ে উক্তি

‘জীবনে অনেক কিছু হারিয়েছি,’
‘অর্থ হোক বা নিরলস প্রচেষ্টায়’
‘আবার সেগুলো ফিরেও পেয়েছি।’
‘কিন্তু, একমাত্র মা’ নামক জিনিসটা’
‘হাজারো চেষ্টাও পাওয়া গেলো না৷”

‘ যার মা নেই, সেই বুঝে মা হারানোর বেদনা,
‘ইচ্ছে হলেই মা ডাকার সুযোগ তারা পায় না।
‘অন্য কোন সম্বোধন দিয়ে মায়ের ঘাটতি পূর্ণ হয়না,

‘যেখানেই যাই না কেন মা,’
‘বাসায় এসে প্রথমে তোমাকেই খুঁজি।’

‘পৃথিবীর সবকিছুই বদলাতে পারে, কিন্ত মায়ের’
‘ভালোবাসা কখনো বদলাবার নয়.!!’

‘১০ মাস পেটে’
‘৩ বছর বুকে আর’
‘সারাজীবন হৃদয়ে রাখেন’
‘সে হচ্ছে আমাদের মা।’

‘মাগো এ দুনিয়াতে আপনি ছাড়া কেউ আপন নয়,
‘ওমা আমি আপনার মাঝে বেঁচে থাকতে চাই।’
‘আর কোন কিছুর প্রয়োজন নাই আমার।’
‘আপনি আমার সুখ আনন্দ।’

‘যিনি নিজের জীবনকে’
‘মৃত্যুর মুখে ঢেলে দিয়ে’
‘সন্তানের জীবন রক্ষা করে,’
‘তিনি হলে মা।’

মাকে নিয়ে ইসলামিক উক্তি

  • ‘পৃথিবীর সকল কিছু বদলাতে পারে । কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না।’
  • ‘একজন মা যদি তার সন্তান প্রসবের সময় মারা যায় তাহলে সে জান্নাতি বা ইসলাম তাকে শহীদের মর্যাদা দিয়েছে।’
  • ‘মৃত্যুর যন্ত্রণাটা কেমন তা জানি না, তবে মা হারানোর যে কি যন্ত্রনা সেটা হয়তো মৃত্যুর যন্ত্রণার চেয়েও বেশি।’
  • ‘যখন দেখবে মায়ের মুখ, তখন তুমি দেখতে পাবে দুনিয়ার সব ভালোবাসার সুখ।’
  • ‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে যাই করো না কেন নিজের মা-বাবাকে যদি যত্ন না করো তাহলে পরকালে কোন শান্তি পাবে না।’
  • ‘পরকাল নয়, ইহকাল নয়,,, এই দুনিয়াতে যে বাবা-মায়ের সেবা না করবে তার জন্য জান্নাত যেন হারাম।’
  • ‘তোমরা আল্লাহর ইবাদত কর, তার সঙ্গে অন্য কারোর শরিক করো না এবং মাতা পিতার সঙ্গে সুন্দর আচরণ কর।’

মাকে নিয়ে বাণী

  • ‘আমার বাড়িতে ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টানানো আছে, কারণ তিনিই একমাত্র আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন।’
  • ‘মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে, জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে একসময়। –[নোরা এফ্রন]’
  • ‘আমাদের পরিবারে সবচেয়ে মায়ের ভালোবাসা সবসময় টেকসই ও শক্তি। আর তাদের একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে অনেক আনন্দিত হই।’
  • ‘সন্তানেরা ধারালো চাকুর মত।তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর,মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে। –[[জোয়ান হেরিস]]’
  • ‘আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল। –[জর্জ ওয়াশিংটন]’

আরও দেখুনঃ 600+ Best Friendship Caption Bangla (ক্যাপশন, উক্তি ও স্ট্যাটাস)

মা দিবসে মাকে নিয়ে কিছু কথা

‘এ দুনিয়াতে মা ছাড়া কেউ কারো মন খারাপের কারণ খুঁজে না,, আর যদি আজকে মা কাছে থাকতো ”তাহলে হয়তো মনটা ভালো হয়ে যেত।’

I’ Miss You Ma,,,’

”মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন।’

”মায়ের ছোট পেটে সন্তানের জায়গা হয়,’
‘কিন্তু সন্তানের বিরাট ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না!’

”সবাইকে মা দিবসের শুভেচ্ছা,’
‘বেঁচে থাকুক পৃথিবীর সকল মমতাময়ী মা।’

”মা ছাড়া পৃথিবীটা ‘অন্ধকার’
‘যাদের মা বেঁচে আছেন।’
‘তারা একবার বলি আলহামদুলিল্লাহ!’

” ঐ চাঁদের টিপে,’
ম’ন ভোলেনা মা!’
‘দো’লনা দোলে…’
‘মন দোলে না মা’
‘রাতে চোখে…’
‘ঘুম যে নামে না মা’

”একজন মায়ের তুলনা শুধু’ই মা।’
‘যার তুলনা আর কারো সাথেই খাপ খাই না,’
‘আমার মা আমার অহংকার।’

‘মা মানেই মমতা’

মা তো সেই ব্যক্তি যে, নিজে কষ্ট পেয়ে সন্তানকে খুশি করতে ব্যস্ত।”

মা, পৃথিবীর সবচেয়ে ভয়ংকর আপন মানুষ।”

মাকে নিয়ে লেখা গল্প / মাকে নিয়ে কবিতা / মাকে নিয়ে গল্প

মা বিহীন শূন্য হৃদয়ে এ জগৎ সংসার যেন এক নিমেষেই হয়ে যায় অন্ধকার । বিষণ্নতায় ব্যাকুল মন বোবাকান্না করে নিভৃতে। আসলে মায়ের স্থান একমাত্র মা ছাড়া কেউই পূরণ করতে পারে না । মায়ের মমতা তার সন্তানের প্রতি একই রকম থাকে আজীবন কাল ধরে । আবার কিছু মনুষ্যত্বহীন ব্যক্তি আছে যারা মাকে কাছে পেয়ে ও দূরে সরিয়ে রাখে নিজেদের স্বার্থে ; সেই মায়েদের তখন স্থান হয় বৃদ্ধাশ্রমে ।

তা সত্ত্বেও মায়েরা সবকিছুই মেনে নেয় হাসিমুখে, বুকে পাথর চেপে রেখে ; সন্তানদের সুবিধার কথা চিন্তা করে । কিন্তু সত্যিই কি কোন সন্তান মা ছাড়া ভালো থাকতে পারে?? অসম্ভব !! এই পৃথিবীতে শুধুমাত্র একজনই আছে যে কেবল দিতেই পারে আর সে হল আমাদের গর্ভধারিণী মা । তাই মা ছাড়া জীবন এককথায় কল্পনাতীত । মা বিহীন জগতে সন্তানেরা তাই প্রতিমুহূর্তে হয়ে ওঠে অসহায় এবং একাকী ।

মা মানে আদর, মা মানে শান্তি, মা মানে ছায়া। কখনও কি একবার ভেবে দেখেছি একজন মা কতোটা অসহায় হতে পারে? অথচ শত শত মা অনাহারে দিন কাটাচ্ছে..বাস স্থানের অভাবে রাস্তায় ঘুমিয়ে থাকে..এ গুলো তো আমাদের জন্যই হচ্ছে..কতো না কষ্টে তারা আমাদের গর্ভে ধারণ করেছে বিনিময়ে আমরা তাকে কিছুই দিতে পারিনি। তাই আসুন আমরা সবাই মা কে ভালোবাসি যেন বিদ্রাশ্রম বা রাস্তা কোন মায়ের স্থান না হয়। যেন কোন মা অনাহারে দিন না কাটায় ? মা তোমাকে অনেক ভালোবাসি

আমি ভীষণ ভালবাসতাম আমার মা-কে

-কখনও মুখ ফুটে বলি নি।টিফিনের পয়সা বাঁচিয়ে

কখনও কখনও কিনে আনতাম কমলালেবু

-শুয়ে শুয়ে মা-র চোখ জলে ভ’রে উঠত

আমার ভালাবাসার কথা

মা-কে কখনও আমি মুখ ফুটে বলতে পারি নি।

হে দেশ, হে আমার জননী-

কেমন ক’রে তোমাকে আমি বলি!

মা কথাটি চোট্ট অতি
কিন্তু জেনো ভাই,
ইহার চেয়ে নাম যে মধুর
তিন ভুবনে নাই।
সত্য ন্যায়ের ধর্ম থাকুক
মাথার ‘পরে আজি,
অন্তরে মা থাকুন মম
ঝরুক স্নেহরাজি।

মায়া ভরা হৃদয়টি যার
সে আমার মা।
কত স্নেহ করতো আমায়
মনে পড়ে তা।
মনে কোন কষ্ট থাকলেও
বুঝতে দিত না।
হাসি ভরা মুখটি তার
দেখলে জুড়াত গা।
হাত এগিয়ে বলত আমায়
আয়রে কোলে খোকা।

মা’র দুঃখগুলোর ওপর গোলাপ-জল ছিটিয়ে দেওয়ার ইচ্ছে ছিল,
যেন দুঃখগুলো সুগন্ধ পেতে পেতে ঘুমিয়ে পড়ে কোথাও
ঘুমটি ঘরের বারান্দায়, কুয়োর পাড়ে কিম্বা কড়ইতলায়।
সন্ধেবেলায় আলতো করে তুলে বাড়ির ছাদে রেখে এলে
দুঃখগুলো দুঃখ ভুলে চাঁদের সঙ্গে খেলত হয়তো বুড়িছোঁয়া খেলা।

মা’কে দুঃখের হাতে সঁপে বাড়ির মানুষগুলো অসম্ভব স্বস্তি পেত।
দুঃখগুলোকে পিঁড়ি দিত বসতে,
লেবুর শরবত দিত, বাটায় পান দিত,
দুঃখগুলোর আঙুলের ডগায় চুন লেগে থাকত…
ওভাবেই পাতা বিছানায় দুঃখগুলো দুপুরের দিকে গড়িয়ে নিয়ে
বিকেলেই আবার আড়মোড়া ভেঙে অজুর পানি চাইত,
জায়নামাজও বিছিয়ে দেওয়া হত ঘরের মধ্যিখানে।
দুঃখগুলো মা’র কাছ থেকে একসুতো সরেনি কোনওদিন।

মৃত মাকে নিয়ে স্ট্যাটাস / মাকে নিয়ে কষ্টের স্ট্যাটাস

একটি মাত্র অক্ষরে সেএকটি বড়ো শব্দযা-না হলে পৃথিবীটাহয়ে যেতো স্তব্ধ যার মহিমা লিখলে কবিলিখতে হবে কত্তোলাইন শ্লোক হাজার হাজারবই শত শত্তো !জানো তুমি শব্দটা কিতাতে কতো মিষ্টিতোমার কতো নিকটতমকতো প্রিয় ইস্টি ?সে শব্দটি সবার চেনাসবার জানা শোনাযার চরণে বেশত আমাদেরবুকের ক্ববা মা !

মা কখনও ভাবিনি তোমাকে ছাড়া আমি কোথাও চলে যাব বা থাকব । আজ তোমাকে ছাড়া বহু দূরে থাকতে হচ্ছে । খুবই কষ্ট হই । মা তুমি আমার কাছে এসে থাকতে পারতে কিন্তু তুমি এক সপতাহ থাকার পর অন্য সনতানদের জন্য থাকতে পারোনা। মা তোমাকে –

পৃথিবীটা অনেক কঠিন,সবাই সবাইকে ছেড়ে যায়,সবাই সবাই কে ভুলে যায়,শুধু একজনযে ছেড়ে যায় না ভুলেও যায়না।আর সারা জিবনথাকবে।সে মানুষ টি হচ্ছে,।।।আমার মা।

যার ললাটের ঐ সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে .. আলতা রাঙ্গা পায়ের ছোঁয়ায় রক্ত কোমল ফোটে। সেই যে আমার মা, যার হয়না তুলনা।

মা কখনো হয়না পর যতই আসুক তুফান ঝড়”অন্যের ভালোবাসা হতে পারে ছলনা কিন্তু মা এর ভালোবাসা পৃথিবীর কোন কিছুর সাথে হয়না তুলনা.I LOVE YOU “মা”

বটের ডালে কুকিল বসে গাইছে কূহু গান, মাটির টানে মায়ের টানে কান্দে আমার প্রান | আছি আমি অনেক দুরে, পাইনা মায়ের দেখা| লক্ষ মানুষের ভিরেও যেন আমি শুধু একা| ঘুমের মধ্যে স্বপনে দেখি, মায়ের সুন্দর মুখ | ঘুম ভাংলে চেয়ে দেখলে কেঁদে ওঠে বুক | মায়ের দেয়া শিতল ছায়া পাইনা খুজে আর| মায়ের জন্য মন কাঁদলেও পাইনা দেখা তার| মাকে আমি ভালবাসি সবার চেয়ে বেশি, মা থাকলে দুঃখের সমায় ফুটে মুখে হাসি|

মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মাকে যারা কষ্ট দিবে তার কখনও জান্নাতে যেতে পারবে না।তাই সকলের কাছে আমার অনুরোধ তোমরা কখনও মাকে ক্ষ্ট দিওনা।

যারা প্রেমের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত, তাদেরকে বলছি.. পারলে একটু মন থেকে বলুন “মা” এর জন্য জীবন দিতে পারি “মা” ই তো আপনের আপন…

মাকে নিয়ে কিছু কথা

পৃথিবীতে আমাদের যদি কোন আপন ব্যক্তি থেকে থাকে তাহলে তিনি হচ্ছেন মা। আর পৃথিবীতে সব সন্তানের আপনজন হলো তারই মা। যার পৃথিবীতে মা বেঁচে আছে তার মতো সুখী এবং ধনী ব্যক্তি কেউই নেই। মা কে নিয়ে লেখা শুরু করলে সারা জীবন লিখলেও শেষ হবেনা। মায়ের পায়ের নিচে প্রতিটি সন্তানের বেহেস্ত। তাই মাকে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না। কারণ মাকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়। তাই সবারই উদ্দেশ্যে বলছি আপনাদের যাদের মা আছে তারা মা-কে সব সময় ভালোবাসবেন তাদের সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন।

মাকে নিয়ে স্ট্যাটাস পিক

20231204 064009
20231111 044628
20231111 045045
20231111 045245
20231111 045556
20231111 045945

শেষ কথা

প্রিয় বন্দুরা, আশা করি আজকের এই আর্টিকেল এর সাহায্যে আপনারা মা নিয়ে স্ট্যাটাস ও ক্যাপশন খুঁজে পেয়েছেন। আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এবং আরো নতুন নতুন মা সম্পর্কিত আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। এতক্ষন কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Trick Bongo Google news
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *