Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
প্রত্যেক মানুষের জীবনের বাবা মা এর ভূমিকা অনসীকার্য.মায়ের ভালোবাসা এর মধ্যে কোনো ভেদাবেদ নেই, নেই কোনো মলিনতা, পরিস্থিতি জামন এ হোক না কেন মায়েরা সবসময় সন্তান এর জন্য তাদের সবকিছু বিলিয়ে দেয়. [মা কে নিয়ে স্ট্যাটাস]
পৃথিবীর সবচেয়ে পবিত্র শব্দ মা । এটি একজন নারীকে বোঝায়, যিনি সন্তানের জন্ম দেন এবং তাকে লালন-পালন করেন। মায়ের ভালবাসা সীমাহীন এবং নিঃস্বার্থ। তিনি তার সন্তানের জন্য সবকিছু করতে পারেন। মা হচ্ছে সন্তানের জন্য একজন সেরা বন্ধু, একজন সেরা শিক্ষক এবং একজন পরামর্শদাতা। আজকের এই আর্টিকেলের মাধ্যমে মাকে নিয়ে লেখা ৫০০ এর বেসি স্ট্যাটাস আপনাদের মাঝে শেয়ার করতেছি।
Table of Contents
আরও দেখুনঃ ওয়াই-ফাই স্পীড বাড়ানোর কার্যকরী উপায় কী?
আরও দেখুনঃ ১৭ ই মার্চ জাতীয় শিশু দিবস নিয়ে উক্তি,কবিতা, স্ট্যাটাস, ক্যাপশন ও কিছু কথা
আরও দেখুনঃ 1000+ Facebook Bio Style | New Facebook VIP Bio Stylish
‘জীবনে অনেক কিছু হারিয়েছি,’
‘অর্থ হোক বা নিরলস প্রচেষ্টায়’
‘আবার সেগুলো ফিরেও পেয়েছি।’
‘কিন্তু, একমাত্র মা’ নামক জিনিসটা’
‘হাজারো চেষ্টাও পাওয়া গেলো না৷”
‘ যার মা নেই, সেই বুঝে মা হারানোর বেদনা,
‘ইচ্ছে হলেই মা ডাকার সুযোগ তারা পায় না।
‘অন্য কোন সম্বোধন দিয়ে মায়ের ঘাটতি পূর্ণ হয়না,
‘যেখানেই যাই না কেন মা,’
‘বাসায় এসে প্রথমে তোমাকেই খুঁজি।’
‘পৃথিবীর সবকিছুই বদলাতে পারে, কিন্ত মায়ের’
‘ভালোবাসা কখনো বদলাবার নয়.!!’
‘১০ মাস পেটে’
‘৩ বছর বুকে আর’
‘সারাজীবন হৃদয়ে রাখেন’
‘সে হচ্ছে আমাদের মা।’
‘মাগো এ দুনিয়াতে আপনি ছাড়া কেউ আপন নয়,
‘ওমা আমি আপনার মাঝে বেঁচে থাকতে চাই।’
‘আর কোন কিছুর প্রয়োজন নাই আমার।’
‘আপনি আমার সুখ আনন্দ।’
‘যিনি নিজের জীবনকে’
‘মৃত্যুর মুখে ঢেলে দিয়ে’
‘সন্তানের জীবন রক্ষা করে,’
‘তিনি হলে মা।’
আরও দেখুনঃ 600+ Best Friendship Caption Bangla (ক্যাপশন, উক্তি ও স্ট্যাটাস)
‘এ দুনিয়াতে মা ছাড়া কেউ কারো মন খারাপের কারণ খুঁজে না,, আর যদি আজকে মা কাছে থাকতো ”তাহলে হয়তো মনটা ভালো হয়ে যেত।’
I’ Miss You Ma,,,’
”মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন।’
”মায়ের ছোট পেটে সন্তানের জায়গা হয়,’
‘কিন্তু সন্তানের বিরাট ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না!’
”সবাইকে মা দিবসের শুভেচ্ছা,’
‘বেঁচে থাকুক পৃথিবীর সকল মমতাময়ী মা।’
”মা ছাড়া পৃথিবীটা ‘অন্ধকার’
‘যাদের মা বেঁচে আছেন।’
‘তারা একবার বলি আলহামদুলিল্লাহ!’
” ঐ চাঁদের টিপে,’
ম’ন ভোলেনা মা!’
‘দো’লনা দোলে…’
‘মন দোলে না মা’
‘রাতে চোখে…’
‘ঘুম যে নামে না মা’
”একজন মায়ের তুলনা শুধু’ই মা।’
‘যার তুলনা আর কারো সাথেই খাপ খাই না,’
‘আমার মা আমার অহংকার।’
‘মা মানেই মমতা’
মা তো সেই ব্যক্তি যে, নিজে কষ্ট পেয়ে সন্তানকে খুশি করতে ব্যস্ত।”
মা, পৃথিবীর সবচেয়ে ভয়ংকর আপন মানুষ।”
মা বিহীন শূন্য হৃদয়ে এ জগৎ সংসার যেন এক নিমেষেই হয়ে যায় অন্ধকার । বিষণ্নতায় ব্যাকুল মন বোবাকান্না করে নিভৃতে। আসলে মায়ের স্থান একমাত্র মা ছাড়া কেউই পূরণ করতে পারে না । মায়ের মমতা তার সন্তানের প্রতি একই রকম থাকে আজীবন কাল ধরে । আবার কিছু মনুষ্যত্বহীন ব্যক্তি আছে যারা মাকে কাছে পেয়ে ও দূরে সরিয়ে রাখে নিজেদের স্বার্থে ; সেই মায়েদের তখন স্থান হয় বৃদ্ধাশ্রমে ।
তা সত্ত্বেও মায়েরা সবকিছুই মেনে নেয় হাসিমুখে, বুকে পাথর চেপে রেখে ; সন্তানদের সুবিধার কথা চিন্তা করে । কিন্তু সত্যিই কি কোন সন্তান মা ছাড়া ভালো থাকতে পারে?? অসম্ভব !! এই পৃথিবীতে শুধুমাত্র একজনই আছে যে কেবল দিতেই পারে আর সে হল আমাদের গর্ভধারিণী মা । তাই মা ছাড়া জীবন এককথায় কল্পনাতীত । মা বিহীন জগতে সন্তানেরা তাই প্রতিমুহূর্তে হয়ে ওঠে অসহায় এবং একাকী ।
মা মানে আদর, মা মানে শান্তি, মা মানে ছায়া। কখনও কি একবার ভেবে দেখেছি একজন মা কতোটা অসহায় হতে পারে? অথচ শত শত মা অনাহারে দিন কাটাচ্ছে..বাস স্থানের অভাবে রাস্তায় ঘুমিয়ে থাকে..এ গুলো তো আমাদের জন্যই হচ্ছে..কতো না কষ্টে তারা আমাদের গর্ভে ধারণ করেছে বিনিময়ে আমরা তাকে কিছুই দিতে পারিনি। তাই আসুন আমরা সবাই মা কে ভালোবাসি যেন বিদ্রাশ্রম বা রাস্তা কোন মায়ের স্থান না হয়। যেন কোন মা অনাহারে দিন না কাটায় ? মা তোমাকে অনেক ভালোবাসি
আমি ভীষণ ভালবাসতাম আমার মা-কে
-কখনও মুখ ফুটে বলি নি।টিফিনের পয়সা বাঁচিয়ে
কখনও কখনও কিনে আনতাম কমলালেবু
-শুয়ে শুয়ে মা-র চোখ জলে ভ’রে উঠত
আমার ভালাবাসার কথা
মা-কে কখনও আমি মুখ ফুটে বলতে পারি নি।
হে দেশ, হে আমার জননী-
কেমন ক’রে তোমাকে আমি বলি!
মা কথাটি চোট্ট অতি
কিন্তু জেনো ভাই,
ইহার চেয়ে নাম যে মধুর
তিন ভুবনে নাই।
সত্য ন্যায়ের ধর্ম থাকুক
মাথার ‘পরে আজি,
অন্তরে মা থাকুন মম
ঝরুক স্নেহরাজি।
মায়া ভরা হৃদয়টি যার
সে আমার মা।
কত স্নেহ করতো আমায়
মনে পড়ে তা।
মনে কোন কষ্ট থাকলেও
বুঝতে দিত না।
হাসি ভরা মুখটি তার
দেখলে জুড়াত গা।
হাত এগিয়ে বলত আমায়
আয়রে কোলে খোকা।
মা’র দুঃখগুলোর ওপর গোলাপ-জল ছিটিয়ে দেওয়ার ইচ্ছে ছিল,
যেন দুঃখগুলো সুগন্ধ পেতে পেতে ঘুমিয়ে পড়ে কোথাও
ঘুমটি ঘরের বারান্দায়, কুয়োর পাড়ে কিম্বা কড়ইতলায়।
সন্ধেবেলায় আলতো করে তুলে বাড়ির ছাদে রেখে এলে
দুঃখগুলো দুঃখ ভুলে চাঁদের সঙ্গে খেলত হয়তো বুড়িছোঁয়া খেলা।
মা’কে দুঃখের হাতে সঁপে বাড়ির মানুষগুলো অসম্ভব স্বস্তি পেত।
দুঃখগুলোকে পিঁড়ি দিত বসতে,
লেবুর শরবত দিত, বাটায় পান দিত,
দুঃখগুলোর আঙুলের ডগায় চুন লেগে থাকত…
ওভাবেই পাতা বিছানায় দুঃখগুলো দুপুরের দিকে গড়িয়ে নিয়ে
বিকেলেই আবার আড়মোড়া ভেঙে অজুর পানি চাইত,
জায়নামাজও বিছিয়ে দেওয়া হত ঘরের মধ্যিখানে।
দুঃখগুলো মা’র কাছ থেকে একসুতো সরেনি কোনওদিন।
একটি মাত্র অক্ষরে সেএকটি বড়ো শব্দযা-না হলে পৃথিবীটাহয়ে যেতো স্তব্ধ যার মহিমা লিখলে কবিলিখতে হবে কত্তোলাইন শ্লোক হাজার হাজারবই শত শত্তো !জানো তুমি শব্দটা কিতাতে কতো মিষ্টিতোমার কতো নিকটতমকতো প্রিয় ইস্টি ?সে শব্দটি সবার চেনাসবার জানা শোনাযার চরণে বেশত আমাদেরবুকের ক্ববা মা !
মা কখনও ভাবিনি তোমাকে ছাড়া আমি কোথাও চলে যাব বা থাকব । আজ তোমাকে ছাড়া বহু দূরে থাকতে হচ্ছে । খুবই কষ্ট হই । মা তুমি আমার কাছে এসে থাকতে পারতে কিন্তু তুমি এক সপতাহ থাকার পর অন্য সনতানদের জন্য থাকতে পারোনা। মা তোমাকে –
পৃথিবীটা অনেক কঠিন,সবাই সবাইকে ছেড়ে যায়,সবাই সবাই কে ভুলে যায়,শুধু একজনযে ছেড়ে যায় না ভুলেও যায়না।আর সারা জিবনথাকবে।সে মানুষ টি হচ্ছে,।।।আমার মা।
যার ললাটের ঐ সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে .. আলতা রাঙ্গা পায়ের ছোঁয়ায় রক্ত কোমল ফোটে। সেই যে আমার মা, যার হয়না তুলনা।
মা কখনো হয়না পর যতই আসুক তুফান ঝড়”অন্যের ভালোবাসা হতে পারে ছলনা কিন্তু মা এর ভালোবাসা পৃথিবীর কোন কিছুর সাথে হয়না তুলনা.I LOVE YOU “মা”
বটের ডালে কুকিল বসে গাইছে কূহু গান, মাটির টানে মায়ের টানে কান্দে আমার প্রান | আছি আমি অনেক দুরে, পাইনা মায়ের দেখা| লক্ষ মানুষের ভিরেও যেন আমি শুধু একা| ঘুমের মধ্যে স্বপনে দেখি, মায়ের সুন্দর মুখ | ঘুম ভাংলে চেয়ে দেখলে কেঁদে ওঠে বুক | মায়ের দেয়া শিতল ছায়া পাইনা খুজে আর| মায়ের জন্য মন কাঁদলেও পাইনা দেখা তার| মাকে আমি ভালবাসি সবার চেয়ে বেশি, মা থাকলে দুঃখের সমায় ফুটে মুখে হাসি|
মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মাকে যারা কষ্ট দিবে তার কখনও জান্নাতে যেতে পারবে না।তাই সকলের কাছে আমার অনুরোধ তোমরা কখনও মাকে ক্ষ্ট দিওনা।
যারা প্রেমের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত, তাদেরকে বলছি.. পারলে একটু মন থেকে বলুন “মা” এর জন্য জীবন দিতে পারি “মা” ই তো আপনের আপন…
পৃথিবীতে আমাদের যদি কোন আপন ব্যক্তি থেকে থাকে তাহলে তিনি হচ্ছেন মা। আর পৃথিবীতে সব সন্তানের আপনজন হলো তারই মা। যার পৃথিবীতে মা বেঁচে আছে তার মতো সুখী এবং ধনী ব্যক্তি কেউই নেই। মা কে নিয়ে লেখা শুরু করলে সারা জীবন লিখলেও শেষ হবেনা। মায়ের পায়ের নিচে প্রতিটি সন্তানের বেহেস্ত। তাই মাকে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না। কারণ মাকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়। তাই সবারই উদ্দেশ্যে বলছি আপনাদের যাদের মা আছে তারা মা-কে সব সময় ভালোবাসবেন তাদের সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন।
প্রিয় বন্দুরা, আশা করি আজকের এই আর্টিকেল এর সাহায্যে আপনারা মা নিয়ে স্ট্যাটাস ও ক্যাপশন খুঁজে পেয়েছেন। আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এবং আরো নতুন নতুন মা সম্পর্কিত আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। এতক্ষন কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।